Mamata Banerjee: ‘পাপিষ্ঠরা যেখানে যাবে...’ বিশ্বকাপে হার নিয়ে তুমুল কটাক্ষ মমতার! গেরুয়া রং নিয়েও তোপ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এদিন বক্তৃতার শুরুর দিকেই বিশ্বকাপ প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী৷ দাবি করেন, গুজরাতের আহমেদাবাদের স্টেডিয়ামে খেলা না হয়ে, বিশ্বকাপ ফাইনালের ম্যাচ যদি কলকাতার ইডেন্স কিংবা মুম্বইয়ের ওয়াংখেড়েতে হতো, তাহলে বিশ্বকাপ নিশ্চই জিতত ভারত৷
কলকাতা: বিশ্বকাপে হারের পর নেট দুনিয়া তোলপাড় করে দিয়েছিলেন নেটিজেনদের একাংশ৷ বিপক্ষে অন্যেরা যুক্তি দিয়েছিলেন, এ সমস্তই কুসংস্কার! কোন স্টেডিয়ামে খেলা, কারা অতিথি সে সব বিষয় নয়, হার-জিতের পুরোটাই নির্ভর করে সেদিনের পারফর্ম্যান্সের উপরে৷ বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল নেতাকর্মীদের মেগা সম্মেলনে যেন সেই সুরেই কথা বললেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কারও নাম না করে বিশ্বকাপে ভারতের হার নিয়ে তুমুল কটাক্ষ তৃণমূলনেত্রীর৷ বললেন, ‘‘ভারত সব ম্যাচ জিতেছে৷ শুধু যে ম্যাচে পাপিষ্ঠরা গেল সেটাই জিততে পারল না৷’’ রাজনৈতিক বিশেষজ্ঞদের প্রশ্ন, এখানে ঠিক কাদের নিশানা করতে চেয়েছেন মমতা?
এদিন বক্তৃতার শুরুর দিকেই বিশ্বকাপ প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী৷ দাবি করেন, গুজরাতের আহমেদাবাদের স্টেডিয়ামে খেলা না হয়ে, বিশ্বকাপ ফাইনালের ম্যাচ যদি কলকাতার ইডেন্স কিংবা মুম্বইয়ের ওয়াংখেড়েতে হতো, তাহলে বিশ্বকাপ নিশ্চই জিতত ভারত৷
এদিন সম্মেলনের মঞ্চে দাঁড়িয়ে মমতাকে বলতে শোনা যায়, ‘‘ভারতের ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে হলে আমরাই জিততাম। আমরা এত ভাল খেলি। সব গেরুয়া করে দিয়েছে। পাপিষ্ঠরা যেখানে যাবে…..মনে রাখবেন পাপ ছাড়ে না বাপকে।’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘সিপিএম নরকঙ্কাল নিয়ে খেলা করত!’ জয়নগর খুন নিয়ে বিস্ফোরক মমতা, যা বললেন…
শুধু ম্যাচ দেখতে যাওয়াই নয়, ভারতীয় দলের ক্রিকেটারদের ‘গেরুয়া’ জার্সি নিয়েও উষ্মাপ্রকাশ করেন তিনি৷ বলেন, ‘‘একশ দিনের কাজের টাকা দিচ্ছে না। আমাদের থেকে টাকা তুলে নিয়ে যায়। আর টাকা আমাদের। আর বলছে ছবি লাগাতে হবে। ওঁদের নামে স্টেডিয়াম ও মূর্তি হবে। বাথরুম করতে গেলে সেখানেও ছবি দিতে হবে। মেট্রো স্টেশনের রং গেরুয়া করে দিচ্ছে। আমাদের চিঠি দিচ্ছে। বলছে সুস্বাস্থ্য কেন্দ্র গেরুয়া করে দিতে হবে। আমি বলেছি ভাগ, টাকা দিতে হবে না। আর তো তিন মাস আয়ু। ১ ২ ৩ এবার বিদায় দিন।’’
advertisement
আরও পড়ুন: কথা বলার মতো অবস্থাতেও নেই অভিষেক! চোখে গুরুতর সমস্যা, কী বললেন নেতা?
বৃহস্পতিবারের সভা থেকে ফের দিল্লি অভিযানের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানিয়ে দেন, তিনি ডিসেম্বরের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে দিল্লি যাবেন। সেই সময় সমস্ত সাংসদদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য সময় চাইবেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি সময় দেন তাহলে দেখা করবেন৷ কিন্তু, কোনও কারণে যদি দেখা করার সময় না পান তাহলে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দেন মমতা। মমতার ঘোষণা, ‘‘ সিপিএমের কাছে এত মার খেয়েছি, এবার না হয় আপনাদের (বিজেপি) কাছেও মার খাব।’’
advertisement
আরও খবর পড়তে ফলো করুন https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
November 23, 2023 3:15 PM IST