Alia-Ranbir: বরের ব্রাশ দিয়েই দাঁত মাজেন আলিয়া! জানতে পেরেই অবিশ্বাস্য় প্রতিক্রিয়া রণবীরের
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Alia-Ranbir: রণবীরের কাছে ছোটখাটো উৎসব, পুজো খুব গুরুত্ব পায়। আলিয়ার কথায় জানা গেল, রণবীর নাকি তাঁকে দীপাবলির সময়ে বাড়িতে বিশেষ পুজো করতে বলেছেন।
#মুম্বই: গত ১৪ এপ্রিল মুম্বইয়ের পালি হিলে সাতপাক ঘোরেন আলিয়া ভাট ও রণবীর কপূর। বিয়ের তিন মাসের মধ্যেই সুখবর দিয়েছেন কপূর পরিবারের বৌমা। সন্তানের জন্ম দিতে চলেছেন তারকা দম্পতি। গত কয়েক দিন ধরেই তাঁদের নিয়ে চর্চা প্রচুর। 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজনে তাই আলিয়া-রণবীরের দাম্পত্য়ের গল্প শুনতে আগ্রহী নেটিজেনরা। বৃহস্পতিবার এই চ্য়াট শো-তে অতিথি হয়েছিলেন রণবীর সিং এবং আলিয়া। সেখানেই 'ব্রহ্মাস্ত্র'-এর নায়ক-নায়িকার দাম্পত্য়ের গল্প জানা গেল।
আলিয়া জানালেন, ভাট পরিবার এবং কপূর পরিবারের মধ্য়ে আকাশ পাতাল ফারাক। তাঁকে অনেক কিছু বদলাতে হয়েছে। কিন্তু তাতে লাভই হয়েছে নায়িকার। ভাট পরিবারে আনন্দ উৎসব খুব একটা হয় না। ছোট পরিবার, নিজেদের মধ্য়েই থাকতেন। যে যার মতো সময় কাটান তাঁরা। অন্য় দিকে কপূর পরিবার মানেই সকলে মিলে একসঙ্গে খেতে বসা, আড্ডা মারা, জন্মদিনে আত্মীয়সজন একজোট হওয়া। বিয়ের পর পরিবারের আমেজ পাচ্ছেন আলিয়া।
advertisement
রণবীরের কাছে ছোটখাটো উৎসব, পুজো খুব গুরুত্ব পায়। আলিয়ার কথায় জানা গেল, রণবীর নাকি তাঁকে দীপাবলির সময়ে বাড়িতে বিশেষ পুজো করতে বলেছেন। এমনকি আরতি করতেও শিখেছেন আলিয়া। নায়িকার কথায়, এই বদলগুলি বেশ ভালই লাগছে তাঁর।
advertisement
advertisement
এরই মাঝে জানা গেল, একটি মজার ঘটনার কথা। 'কফি বিঙ্গো' পর্বে আলিয়া ভাট এবং রণবীরকে দুটি আইপ্যাড দেওয়া হল। যেখানে বেশ কয়েকটি ঘটনা বা অভিজ্ঞতার কথা লেখা রয়েছে। সেই অভিজ্ঞতাগুলি দুই তারকার জীবনে ঘটে থাকলে তাঁরা সেইগুলিকে চিহ্নিত করবেন।
advertisement
সেখানেই আলিয়া জানালেন, তিনি একাধিক বার ভুল করে তাঁর বরের ব্রাশ দিয়ে দাঁত মেজে ফেলেছেন। অনেক দিন পর্যন্ত একই রঙের ব্রাশ ছিল তাঁদের। রণবীর তাতে খুব রেগে গিয়ে বলতেন, ''আলিয়া! কী করো তুমি!'' বকা খেতে খেতে আলিয়া এখন আর সেই ভুল করেন না। নিজের জন্য় অন্য় রঙের ব্রাশ কিনে এনেছেন তিনি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 9:06 PM IST