Koffee with Karan 7: ভ্যানিটিতে সঙ্গমে লিপ্ত রণবীর, ঘুম ভাঙে ফুটপাতে, দীপিকার স্বামীর কীর্তিকলাপ ফাঁস
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Ranveer Singh: এর আগেও একাধিক সাক্ষী রণবীর জানিয়েছিলেন, তিনি নাকি মাত্র ১২ বছর বয়সে প্রথম বার যৌন সঙ্গম করে ফেলেছিলেন। ২৬ বছর বয়স পর্যন্ত যৌনতার আকাঙ্ক্ষায় ভেসে যেতেন রণবীর।
#মুম্বই: কোনও দিনই নিজের যৌন জীবনকে লুকিয়ে রাখেননি রণবীর সিং। জীবনের এই অংশটিকে 'গোপন' রাখায় বিশ্বাসী নন দীপিকা পাড়ুকোনের স্বামী। আগেও বলেছেন খুল্লমখুল্লা। এ বারও 'কফি উইথ করণ'-এর সপ্তম সিজনে এসে নিজের যৌন জীবনের অভিজ্ঞতার কথা ভাগ করে নিলেন দর্শকদের সঙ্গে।
'কফি বিঙ্গো' পর্বে আলিয়া ভাট এবং রণবীরকে দুটি আইপ্যাড দেওয়া হল। যেখানে বেশ কয়েকটি ঘটনা বা অভিজ্ঞতার কথা লেখা রয়েছে। সেই অভিজ্ঞতাগুলি দুই তারকার জীবনে ঘটে থাকলে তাঁরা সেইগুলিকে চিহ্নিত করবেন।
advertisement
advertisement
সেখানে দেখা গেল, রণবীর তাঁর জীবনে প্রায় সব রকমের ঘটনার সম্মুখীন হয়েছেন।
নিজের ভ্যানিটি ভ্যানে সঙ্গম করেছেন তিনি। যদিও সঙ্গী দীপিকা কিনা, তা নিয়ে স্পষ্ট কিছু বলেননি। করণের প্রশ্ন, "ঝুঁকি ছিল না? যদি কেউ এসে পড়ত?" রণবীরের উত্তরক্স "ঝুঁকি তো ছিলই। কিন্তু সেটাই বেশি ভাল লাগে। তবে হ্যাঁ, দরজা বন্ধ করে দিয়েছিলাম।"
advertisement
এর আগেও একাধিক সাক্ষী রণবীর জানিয়েছিলেন, তিনি নাকি মাত্র ১২ বছর বয়সে প্রথম বার যৌন সঙ্গম করে ফেলেছিলেন। ২৬ বছর বয়স পর্যন্ত যৌনতার আকাঙ্ক্ষায় ভেসে যেতেন রণবীর। পকেটে প্রতি দিন একাধিক কন্ডোম রাখতেন দীপিকা পাড়ুকোনের স্বামী। শারীরিক সম্পর্কে লিপ্ত না হয়ে থাকতে পারতেন না অভিনেতা।
advertisement
এই চ্যাট শো-তেই জানা যায়, এক বার নাকি তিনি চোখ খুলে দেখেন তিনি ফুটপাতে। কেন? নায়ক বললেন, "সে সব কলেজের দিন, খুব পার্টি করেছিলাম। চোখ খুলে দেখি আমি ফুটপাতে। কী সব পাগলামির দিন ছিল, আহা!"
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 08, 2022 6:26 PM IST