Home /News /entertainment /
Alia Bhatt-Ranbir Kapoor announce pregnancy: হবু বাবা-মা রণবীর-আলিয়াকে যা বলে শুভেচ্ছা জানাল কন্ডোম সংস্থা, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে

Alia Bhatt-Ranbir Kapoor announce pregnancy: হবু বাবা-মা রণবীর-আলিয়াকে যা বলে শুভেচ্ছা জানাল কন্ডোম সংস্থা, হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে

ভাইরাল হল একটি মজার শুভেচ্ছা বার্তা! হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছে প্রথম সারির কন্ডোম প্রস্তুতকারক সংস্থা 'ডিউরেক্স ইন্ডিয়া'

 • Share this:

  #মুম্বই: বহু জল্পনা-কল্পনার পর অতঃপর এপ্রিল মাসে বিয়ে সেরেছেন বলিউডের 'হেভিওয়েট' জুটি রণবীর কাপুর-আলিয়া ভাট! সেই চর্চিত বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের এক বড় খবর শোনালেন দম্পতি! সোমবারের 'হিট' খবর, সন্তান আসতে চলেছে সদ্য বিবাহিত রণবীর কাপুর-আলিয়া ভাট-এর জীবনে! বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া, নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন সে-কথা।

  এহেন খাবর সামনে আসতেই ভাইরাল হল একটি মজার শুভেচ্ছা বার্তা! হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছে প্রথম সারির কন্ডোম প্রস্তুতকারক সংস্থা 'ডিউরেক্স ইন্ডিয়া'। সংস্থার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে রণবীরের ছবি 'অ্যায় ডিল হ্যায় মুশকিল'-এর জনপ্রিয় গান 'চান্না মেরেয়া'-র লিরিক্স অনুকরণে, '' মেহফিল মে তেরি...হাম তো ক্লিয়ারলি নেহি থে''! সঙ্গে লেখা 'কনগ্র্যাচুলেশনস'! ডিউরেক্স-এর এই সরস শুভেচ্ছাবার্তার তারিফ করেছে নেটিজেনরা, কেউ বা ইখেছেন, '' খুব ভাল ব্র্যান্ডিং'', কারও বা মত, ''এটাই সেরা শুভেচ্ছা''!

  View this post on Instagram

  A post shared by Durex India (@durex.india)

  সোমবার সন্তান আগমনের খবর ভাগ করে নেন আলিয়া। ইনস্টাগ্রামে আলিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের বেড-এ শুয়ে সুন্দরী, পাশে রণবীর। তাঁর উৎসুক চোখও কম্পিউটরের মনিটরে আটকে। ক্যাপশনে 'গঙ্গুবাঈ' লিখেছেন, ‘‘আমাদের সন্তান... শীঘ্রই সে আসছে।’’

  আলিয়া-রণবীরের খুশির খবরে মেতে বলিউড। যদিও দুজনেরই পাইপলাইনে এখন বিস্তর কাজ। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। বিয়ের পরে এই ছবিতেই প্রথম বার দেখা যাবে ‘রণলিয়া’-র অনস্ক্রিন কেমিস্ট্রি। রণবীরের ‘সমশেরা’ মুক্তি পাচ্ছে ২২ জুলাই। আলিয়া এ দিকে হলিউডে পা রেখেছেন সদ্য। শ্যুটিং চলছে ‘হার্ট অফ স্টোন’-এর । পাশাপাশি কাজ চলছে করণ জোহরের ‘রকি অউর রানি কী প্রেম কহানি’-রও। দুই ছবিরই শ্যুটিং শেষ হওয়ার কথা জুলাইয়ে। তার পরেও আলিয়ার ঝুলিতে রয়েছে ‘ডার্লিংস’ এবং ‘জি লে জরা’।

  Published by:Rukmini Mazumder
  First published:

  Tags: Alia Bhatt-Ranbir Kapoor announce pregnancy

  পরবর্তী খবর