#মুম্বই: বহু জল্পনা-কল্পনার পর অতঃপর এপ্রিল মাসে বিয়ে সেরেছেন বলিউডের 'হেভিওয়েট' জুটি রণবীর কাপুর-আলিয়া ভাট! সেই চর্চিত বিয়ের রেশ কাটতে না কাটতেই ফের এক বড় খবর শোনালেন দম্পতি! সোমবারের 'হিট' খবর, সন্তান আসতে চলেছে সদ্য বিবাহিত রণবীর কাপুর-আলিয়া ভাট-এর জীবনে! বিয়ের আড়াই মাসের মধ্যে অন্তঃসত্ত্বা আলিয়া, নিজেই সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন সে-কথা।
এহেন খাবর সামনে আসতেই ভাইরাল হল একটি মজার শুভেচ্ছা বার্তা! হবু বাবা-মাকে শুভেচ্ছা জানিয়েছে প্রথম সারির কন্ডোম প্রস্তুতকারক সংস্থা 'ডিউরেক্স ইন্ডিয়া'। সংস্থার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে রণবীরের ছবি 'অ্যায় ডিল হ্যায় মুশকিল'-এর জনপ্রিয় গান 'চান্না মেরেয়া'-র লিরিক্স অনুকরণে, '' মেহফিল মে তেরি...হাম তো ক্লিয়ারলি নেহি থে''! সঙ্গে লেখা 'কনগ্র্যাচুলেশনস'! ডিউরেক্স-এর এই সরস শুভেচ্ছাবার্তার তারিফ করেছে নেটিজেনরা, কেউ বা ইখেছেন, '' খুব ভাল ব্র্যান্ডিং'', কারও বা মত, ''এটাই সেরা শুভেচ্ছা''!
View this post on Instagram
সোমবার সন্তান আগমনের খবর ভাগ করে নেন আলিয়া। ইনস্টাগ্রামে আলিয়ার শেয়ার করা ছবিতে দেখা যায়, আল্ট্রাসোনোগ্রাফি চলছে অভিনেত্রীর। হাসি মুখে কম্পিউটারের পর্দায় চোখ রেখে হাসপাতালের বেড-এ শুয়ে সুন্দরী, পাশে রণবীর। তাঁর উৎসুক চোখও কম্পিউটরের মনিটরে আটকে। ক্যাপশনে 'গঙ্গুবাঈ' লিখেছেন, ‘‘আমাদের সন্তান... শীঘ্রই সে আসছে।’’
আলিয়া-রণবীরের খুশির খবরে মেতে বলিউড। যদিও দুজনেরই পাইপলাইনে এখন বিস্তর কাজ। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে ‘ব্রহ্মাস্ত্র’। বিয়ের পরে এই ছবিতেই প্রথম বার দেখা যাবে ‘রণলিয়া’-র অনস্ক্রিন কেমিস্ট্রি। রণবীরের ‘সমশেরা’ মুক্তি পাচ্ছে ২২ জুলাই। আলিয়া এ দিকে হলিউডে পা রেখেছেন সদ্য। শ্যুটিং চলছে ‘হার্ট অফ স্টোন’-এর । পাশাপাশি কাজ চলছে করণ জোহরের ‘রকি অউর রানি কী প্রেম কহানি’-রও। দুই ছবিরই শ্যুটিং শেষ হওয়ার কথা জুলাইয়ে। তার পরেও আলিয়ার ঝুলিতে রয়েছে ‘ডার্লিংস’ এবং ‘জি লে জরা’।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।