Alia Bhatt in Gangubai Kathiawadi : 'গাঙ্গুবাই' এর ভূমিকায় একরত্তি বালিকা! নেটিজেনের একাংশ বলছেন 'আলিয়ার চেয়েও ভালো'
- Published by:Swaralipi Dasgupta
- news18 bangla
Last Updated:
Alia Bhatt in Gangubai Kathiawadi : একেবারে নতুন ধরনের এই চরিত্রে অভিনয় করে ট্রেলারেই নজর কেড়েছেন আলিয়া। ট্রেনার থেকে কয়েকটি সংলাপ ও দৃশ্য রমরমিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায়।
#মুম্বই: এই মুহুর্তের অন্যতম চর্চিত আসন্ন ছবিগুলির মধ্যে একটি হলো সঞ্জয় লীলা বংশালী পরিচালিত 'গাঙ্গুবাই কাথিওয়াড়ি'। ছবির ট্রেইলার এবং গান ইতিমধ্যেই সারা ফেলেছে নেট দুনিয়ায়। গাঙ্গুবাই এর চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। একেবারে নতুন ধরনের এই চরিত্রে অভিনয় করে ট্রেলারেই নজর কেড়েছেন আলিয়া। ট্রেনার থেকে কয়েকটি সংলাপ ও দৃশ্য রমরমিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায়।
এই ছবিতে গাঙ্গুবাই এর মতোই আলিয়াকে দেখা যাবে নানা রকম সাদা শাড়ি, ঘাগরার মত পোশাকে। সোশ্যাল মিডিয়ায় আলিয়ার সংলাপ ব্যবহার করে সেই দৃশ্যগুলির পুনর্নির্মাণ করছেন অনেকেই। সেগুলি আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছে। সম্প্রতি এক খুদে বালিকাকে দেখা গেল আলিয়ার একটি সংলাপ বলতে। পোশাক ও মেকআপ সেগুলিও অবিকল গাঙ্গুবাই চরিত্রের মতোই।
advertisement
এক রত্তি বালিকার সেই সংলাপ বলার ধরন এবং মুখের অভিব্যক্তি দেখে রীতিমতো চমকে গিয়েছে নেটিজেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও এখন ভাইরাল। ভিডিও দেখে একরত্তির বয়সের কথা মাথাতেই আসবে না। সেও যেন চরিত্রের মধ্যে ঢুকে পড়েছে। আলিয়ার সংলাপের সঙ্গে একেবারে তাল মিলিয়ে ঠোঁট মেলাচ্ছে বালিকা। নেটিজেনদের কেউ কেউ দেখে বলছে, বাচ্চাটি নাকি অভিনয় এবং অভিব্যক্তিতে ছাপিয়ে গিয়েছে আলিয়াকেও।
advertisement
advertisement
advertisement
তবে সবাই এই ভিডিও ভালোভাবে নেয়নি। এই দৃশ্যের আলিয়াকে ধূমপান করতে দেখা যায়। মুখে একটি সাদা কাঠি নিয়ে বাচ্চাটি সেটিও নকল করেছে। এই বিষয়টি পছন্দ করেন নি অনেকেই। কেউ আবার বলছেন, "এই ছোট্ট বয়সেই এই ভিডিও বেমানান। বাচ্চাটির বাবা মায়ের ভাবা উচিত।"
advertisement
প্রসঙ্গত, চলতি বছরের আগামী ২৫ ফেব্রুয়ারি বড় পর্দায় মুক্তি পাবে এই চলচ্চিত্র। গত বছরের জুলাই মাসেই মুক্তি পাওয়ার কথা ছিল চলচ্চিত্রটির কিন্তু কোভিড-১৯ মহামারীর কারণে তা পিছিয়ে যায়। গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি সঞ্জয় লীলা বানসালির সঙ্গে আলিয়া ভাটের প্রথম কাজ। ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড-লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে শক্তিশালী, প্রিয় এবং শ্রদ্ধেয় মানুষদের একজন ছিলেন গাঙ্গুবাই। ছবির ট্রেলারে আলিয়া ছাড়াও নজর কেড়েছেন অজয় দেবগন ও বিজয় রাজ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 12, 2022 9:22 PM IST