Ajay Devgn Bholaa: নয়া কায়দায় 'ভোলা'র ট্রেলার মুক্তি, ফের কলেজের বন্ধু অজয়-টাবুর জুটিতে মুগ্ধ ভক্তরা

Last Updated:

Bholaa Movie Trailer: ‘ভোলা' একজন নির্ভীক বাবার গল্প যিনি তার কন্যার কাছে পৌঁছানোর জন্য সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন। মাদক সম্রাট, দুর্নীতিবাজ বাহিনী এবং একাধিক বিপত্তি তাঁর জন্য যেন কোনও বাধাই নয়।

'ভোলা'
'ভোলা'
মুম্বই: মুক্তি পেল অজয় দেবগণের ছবি 'ভোলা' র ট্রেলার। পোস্টার টিজার আগেই মুক্তি পেয়েছে। মুম্বইয়ে এক জমজমাট অনুষ্ঠানের মধ্যে দিয়ে একেবারে অন্য কায়দায় রিলিজ করা হলো ট্রেলারটি। হাজির ছিলেন অজয়, টাবু ও ছবির অন্যান্য কলাকুশলী। ছবির পরিচালক ও প্রধান চরিত্র
অজয়কে এদিন পাওয়া গেল একেবারে 'রাফ অ্যান্ড টাফ' লুকে। টাবু এসেছিলেন শাড়ি পরে। অজয় দেবগণ এবং টাবু কেবল ছোটবেলার বন্ধুই নন, একসঙ্গে কাজ করছেন কেরিয়ারের শুরু থেকে। 'দৃশ্যম'-এও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। এবার অপেক্ষা 'ভোলা'র। ছবিটি নিয়ে আশাবাদী অজয় এবং টাবু দু'জনই।
advertisement
advertisement
প্রথমবারের মতো, একটি IMAX 3D বিন্যাসে হিন্দি ছবির ট্রেলার লঞ্চ করা হল এবং সারা দেশ জুড়ে ভক্তদের কৌতূহল বেড়েই চলেছে।
advertisement
ছবিতে মুখ্য ভূমিকায় রয়েছেন অজয় ​​দেবগন, টাবু, বিনীত কুমার, গজরাজ রাও, সঞ্জয় মিশ্র, দীপক ডোবরিয়াল এবং অমলা পল। অ্যাকশন সিকোয়েন্সের পাশাপাশি টিজারে প্রদর্শিত ছবিটির মানসিক বিষয় ইতিমধ্যেই একটি বিশাল আলোচনার বিষয়ে পরিণত হয়েছে এবং এখন ট্রেলারটি জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য প্রস্তুত।
‘ভোলা' একজন নির্ভীক বাবার গল্প যিনি তার কন্যার কাছে পৌঁছানোর জন্য সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেন। মাদক সম্রাট, দুর্নীতিবাজ বাহিনী এবং একাধিক বিপত্তি ‘ভোলা'র জন্য যেন কোনও বাধাই নয়। তিনি বাইরে থেকে একজন যোদ্ধা এবং ভিতরে একজন রক্ষক। 'ভোলা' প্রেক্ষাগৃহে আসছে আগামী ৩০ মার্চ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ajay Devgn Bholaa: নয়া কায়দায় 'ভোলা'র ট্রেলার মুক্তি, ফের কলেজের বন্ধু অজয়-টাবুর জুটিতে মুগ্ধ ভক্তরা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement