চলছিল বোঝানোর পর্ব, অবশেষে কি বিয়ে ভাঙার সিদ্ধান্ত থেকে সরছেন ধনুষ ও রজনীকান্তের মেয়ে ঐশ্বর্য
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Aishwaryaa Rajinikanth and Dhanush: তাঁদের এই সিদ্ধান্তের খবর আদৌ সত্যি কিনা, সে বিষয়ে কোনও সিলমোহর দেননি ধনুষ বা ঐশ্বর্য কেউই
মুম্বই : তাঁরা বিয়ে ভাঙতে চলেছেন, এ খবর প্রকাশ করে চলতি বছর জানুয়ারিতে অনুরাগীদের চমকে দিয়েছিলেন ধনুষ ও ঐশ্বর্য রজনীকান্ত৷ দক্ষিণী ছবির সুপারস্টার রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বর্যকে ২০০৪ সালে বিয়ে করেন ধনুষ৷ তাঁদের দুই ছেলের নাম যাত্রা রাজা এবং লিঙ্গা রাজা৷ বিচ্ছেদের কারণ সম্বন্ধে তাঁরা কিছু না জানালেও শোনা গিয়েছিল দুই পরিবারের তরফে চেষ্টা চলছে তাঁদের বোঝানোর৷ পিঙ্কভিলা-য় প্রকাশিত প্রতিবেদন বলছে, ধনুষ ও ঐশ্বর্য এখনই বিচ্ছেদের পথে যেতে চাইছেন না৷ তাঁরা চেষ্টা করছেন সম্পর্ককে বাঁচিয়ে রেখে নতুন ভাবে সব কিছু শুরু করার৷ তবে তাঁদের এই সিদ্ধান্তের খবর আদৌ সত্যি কিনা, সে বিষয়ে কোনও সিলমোহর দেননি ধনুষ বা ঐশ্বর্য কেউই৷
বিয়ে ভাঙার সিদ্ধান্তের কথা জানিয়ে ধনুষ অনুরোধ করেছিলেন তাঁদের ব্যক্তিগত পরিসরকে যেন সম্মান জানানো হয়৷ তবে বিচ্ছেদ হলেও সন্তানদের স্বার্থে তাঁরা যে বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখবেন, সে ইঙ্গিত ইতিমধ্যেই তাঁদের আচরণে দিয়েছেন দুই তারকা৷ এ বছরের অগাস্টে বড় ছেলের স্কুলের অনুষ্ঠানে হাজির ছিলেন ধনুষ ও ঐশ্বর্য দু’জনেই৷ তাঁদের সেই ছবি ভাইরালও হয়েছিল সামাজিক মাধ্যমে৷
advertisement
আরও পড়ুন : আদুরে ভঙ্গিতে ধরা দিলেন ছবিশিকারিদের লেন্সে, রিচা-আলির বিয়েতে প্রেমিকার সঙ্গে নজরকাড়া অতিথি হৃতিক
advertisement

আরও পড়ুন : কথার মাঝেই গর্ভস্থ শিশুর নড়াচড়া অনুভব, পুরস্কার মঞ্চে আটপৌরে সুখানুভূতি আলিয়ার
কাজের দিকে এরপর ধনুষকে দেখা যাবে ‘ভাঠি’ ছবিতে৷ দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে এই ছবির টিজার ও পোস্টার ইতিমধ্যেই জয় করেছে দর্শদের মন৷ অন্যদিকে ঐশ্বর্য আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক হিসেবে৷ জানিয়েছেন তাঁর প্রথম হিন্দি ছবি ‘ওহ সাথী চল’ হবে খাঁটি প্রেমের গল্প৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2022 10:00 AM IST