রণবীরকে চুমু খাওয়া হয়নি : ঐশ্বর্য রাই বচ্চন

Last Updated:

মহারাষ্ট্র নির্মাণ সেনার হাত থেকে শেষমেশ রেহাই পেল করণ জোহরের দিলওয়ালি স্পেশাল ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ! গত প্রায়

#মুম্বই: মহারাষ্ট্র নির্মাণ সেনার হাত থেকে শেষমেশ রেহাই পেল করণ জোহরের দিলওয়ালি স্পেশাল ছবি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ! গত প্রায় এক মাস ধরে অ্যায় দিল হ্যায় মুশকিল নানা কারণে ছিল বিতর্কে ৷ যার মধ্যে সবচেয়ে বেশি উত্তেজনা তুলেছিল ছবিতে ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুরের মধ্যে কিছু অন্তরঙ্গ দৃশ্য ৷ তবে নানা বলিউডি গসিপে এই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কথা হলেও, সম্প্রতি ছবির প্রোমোশনে এসে ঐশ্বর্য রাই বচ্চন জানালেন অন্যরকম কথাই৷
ঐশ্বর্য রাই বচ্চন জানালেন, ‘ছবিতে রণবীর কাপুরের সঙ্গে কোনওরকম অন্তরঙ্গ দৃশ্য নেই ৷ এমনকী, যে চুমুর কথা উঠেছে, সেটাও ট্রিক করে তোলা হয়েছে ৷ এই ছবিতে না আমি কোনওরকম অঙ্গ প্রর্দশন করেছি ৷ না কোনওরকম যৌনদৃশ্যে অভিনয় করেছি ৷ যা রটছে তা পুরোটাই গুজব !’
ছবিতে সাবা খানের চরিত্রে দেখা যাবে ঐশ্বর্য রাইকে ৷ ঐশ্বর্যের কথায়, ‘সাবা চরিত্রটি একেবারে অন্যরকমের ৷ খুবই পরিণিত ৷ এরকম চরিত্র এর আগে কোনওদিনই করিনি ৷’
advertisement
advertisement
তবে রটেছিল, সংস্কারীর ভূমিকায় দেখা গিয়েছে অমিতাভ বচ্চনকে। পুত্রবধূর অন্তরঙ্গ দৃশ্যে কাঁচি চালাতে রঙ্গমঞ্চে অবতীর্ণ হলেন তিনি। শোনা যাচ্ছে, তাঁরই চাপে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির রণবীর কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চনের অন্তরঙ্গ দৃশ্য ছেঁটে ফেলা হয়েছে। তার পরেই ছবিকে ইউ-এ সার্টিফিকেট দিয়েছে সিবিএফসি।
রণবীর-ঐশ্বর্যর ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াই কি মুক্তি পেতে চলেছে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’? বলিউডে এটাই এখন জোর খবর। এই দৃশ্য কাটার পিছনের কুশীলব নাকি আর কেউ নয়, অমিতাভ বচ্চন। তিনিই নাকি চাপ দিয়েছেন সিবিএফসিকে এই দৃশ্যটি ছেঁটে ফেলার জন্য।
advertisement
সেন্সর বোর্ডের এই আবেদন মেনে নিয়েছেন, চলতি সপ্তাহেই এই দৃশ্যটি ছবি থেকে ছেঁটে ফেলেছেন করণ জোহর। তবে এই বিতর্ক নিয়ে তিনি মুখে কুলুপ এটেছেন। এর আগে ট্রেলারে ও গানে রণবীর আর ঐশ্বর্যর বোল্ড দৃশ্য দেখে অখুশি হয়েছিল বচ্চন পরিবার। কিন্তু এই অখুশি যে এই জায়গায় যাবে, তা কেউই ভাবতে পারেনি।
advertisement
তবে এই বিতর্কের মাঝেই অ্যায় দিল হ্যায় মুশকিল সেন্সর সার্টিফিকেট দিল সিবিএফসি। ছবিটিকে ইউ এ সার্টিফিকেট দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর একের পর হিট ছবির পরিচালক করণ জোহর ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ নিয়ে রীতিমতো জর্জরিত। তাঁর শনির দশা কবে কাটবে, সে কথা কেউই বলতে পারছে না।
এর আগেও ধুম-২-এর সময় ঋত্বিক-ঐশ্বর্যের লিপলক নিয়েও অস্বস্তিতে পড়েছিলেন বচ্চন পরিবার ৷ বচ্চন পরিবারের ভাবী বউ স্ক্রিনে অন্য কারোর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করছেন দেখে নাকি প্রবল আপত্তি উঠেছিল পরিবারের অন্দরে ৷ বলিউডে জোর গুঞ্জন ছড়িয়েছিল, ঐশ্বর্যর সঙ্গে সিনেমার পর্দায় ঘনিষ্ঠ হওয়াতেই নাকি আমন্ত্রিতের তালিকা থেকে বাদ পড়েছিল অভিষেক বচ্চনের বাল্যবন্ধু ঋত্বিক রোশন ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
রণবীরকে চুমু খাওয়া হয়নি : ঐশ্বর্য রাই বচ্চন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement