Release of Chakda Express: বিশ্বজয়ের উচ্ছ্বাসে ফের চর্চায় ‘চাকদহ এক্সপ্রেস’, ঝুলন গোস্বামী ও অনুষ্কা শর্মাকে ট্যাগ করে দর্শকদের আর্জি

Last Updated:

Release of Chakdah Express: ভারতীয় মহিলা দলের বিশ্বজয়ের পর ফের উঠল ঝুলন গোস্বামী বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’ মুক্তির দাবি। অনুষ্কা শর্মার অভিনীত এই ছবি কবে আসবে পর্দায়।

বিশ্বজয়ের উচ্ছ্বাসে ফের চর্চায় ‘চাকদহ এক্সপ্রেস’
বিশ্বজয়ের উচ্ছ্বাসে ফের চর্চায় ‘চাকদহ এক্সপ্রেস’
কলকাতাঃ প্রায় ৫০ বছরের খরা কাটিয়ে অবশেষে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট টিম। ২ নভেম্বর রাতে গোটা দেশ ভাসে আনন্দে ও আবেগে। সেই জয়ের রাতে মহিলা ক্রিকেটারদের বুকে জড়িয়ে ধরতে দেখা যায় কিংবদন্তি ঝুলন গোস্বামীকে। তাঁর সেই আবেগঘন ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়, আর সঙ্গে সঙ্গে নেটিজেনদের নতুন দাবি—“এবার অন্তত মুক্তি পাক চাকদহ এক্সপ্রেস!”
ঝুলন গোস্বামীর জীবনের অনুপ্রেরণামূলক যাত্রা নিয়েই তৈরি হয়েছে ‘চাকদহ এক্সপ্রেস’, যেখানে মুখ্য ভূমিকায় রয়েছেন অনুষ্কা শর্মা। বছর দুয়েক আগে ছবির শুটিং শেষ হলেও এখনও পর্দায় মুক্তি পায়নি এই বায়োপিক। প্রথমে শোনা গিয়েছিল, সিনেমাটি মুক্তি পাবে নেটফ্লিক্সে। তবে পরবর্তীতে প্রযোজনা সংস্থা ও ওটিটি প্ল্যাটফর্মের মধ্যে কিছু সমস্যার কারণে তা স্থগিত থাকে।
advertisement
advertisement
মহিলা টিমের বিশ্বজয়ের পর দর্শকদের মধ্যে নতুন করে আগ্রহ দেখা দিয়েছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এখনই মুক্তি দিন ছবিটি, এটাই সঠিক সময়।” অনেকে আবার অনুষ্কা শর্মা ও ঝুলন গোস্বামীকে ট্যাগ করে আবেদন জানিয়েছেন ছবিটি মুক্তির জন্য।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Release of Chakda Express: বিশ্বজয়ের উচ্ছ্বাসে ফের চর্চায় ‘চাকদহ এক্সপ্রেস’, ঝুলন গোস্বামী ও অনুষ্কা শর্মাকে ট্যাগ করে দর্শকদের আর্জি
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement