কৃষ্ণ অভিষেকের সঙ্গে বিরোধের অবসান সুনিতা আহুজার! আরতি সিং বলছেন 'আমি খুব স্বস্তি পেয়েছি'
- Published by:Soumendu Chakraborty
Last Updated:
কৃষ্ণর বোন আরতি সিং সুনীতা আহুজার মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন, বলছেন যে তিনি খুবই খুশি এবং স্বস্তি পেয়েছেন।
মুম্বই: সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা স্পষ্ট করে বলেছেন যে বহু বছর ধরে চলতে থাকা তাঁর ভাগ্নে কৃষ্ণ অভিষেকের সঙ্গে তাঁদের বিরোধের অবসান হয়েছে। সুনীতা জানিয়েছিলেন যে তিনি অতীতের সব কিছু ভুলে গিয়েছেন, কৃষ্ণ অভিষেক এবং তাঁর বোন আরতি সিং তাঁর সন্তানের মতো। এবার কৃষ্ণর বোন আরতি সিং সুনীতা আহুজার মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়েছেন, যে তিনি খুবই খুশি এবং স্বস্তি পেয়েছেন।
কৃষ্ণ অভিষেক সম্পর্কে সুনীতা আহুজার সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন আরতি সিং।
আরতি সিং এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, “হ্যাঁ, আমি সেই সাক্ষাৎকারটি দেখেছি। আমি খুব খুশি হয়েছিলাম! আমরা সবসময় তাঁর সন্তান ছিলাম এবং মনের গভীরে আমি সবসময় জানতাম যে তিনি আমাদের ভালবাসেন। বিগত বছরগুলিতে যাই ঘটুক না কেন, আপনি আমার কাছ থেকে কখনও কিছু শুনতে পাবেন না। কৃষ্ণ সম্পর্কে তিনি যা বলেছে তা শুনে আমি খুশি, আমি সত্যিই তা শুনতে চেয়েছিলাম। আমি এতটাই স্বস্তি পেয়েছি যে আর তাঁদের উপরে বিরক্ত নই।”
advertisement
advertisement
আরও পড়ুন: বাড়িতেই অজ্ঞান গোবিন্দা, মাঝরাতেই নিয়ে যাওয়া হল হাসপাতালে! চলছে একাধিক মেডিক্যাল টেস্ট
কৃষ্ণ অভিষেক সম্পর্কে সুনীতা আহুজা কী বলেছিলেন?
কৃষ্ণ এবং তাঁর স্ত্রী অভিনেতা কাশ্মীরা শাহের সঙ্গে বছরের পর বছর ধরে চলা উত্তেজনা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, সুনীতার স্বরে ক্ষমা ছাড়া আর কিছুই প্রতিফলিত হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি আমার বাচ্চাদের উপর কতক্ষণ রাগ করতে পারি?”
advertisement
এরপরেই তিনি হেসে বলেন। “সবাই যখন তাদের নিজস্ব জায়গায় খুশি তখন কেন রাগ পুষে রাখব? আমি কেবল বাচ্চাদের আশীর্বাদ করতে চাই; তারা আমার আপনজন।”
আরও পড়ুন: হাসপাতাল থেকে ঘরে ফিরলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র, এ বার বাড়িতেই চলবে চিকিৎসা
সুনীতা এও বলেন যে কৃষ্ণর মা, গোবিন্দার বোন পদ্মা শর্মাই তাঁদের প্রেমের গল্প সম্পর্কে প্রথম জানতে পেরেছিলেন। তিনি আরও বলেন “কৃষ্ণর মা পরিবারে আমার সবচেয়ে প্রিয় এবং তিনিই আসলে আমার এবং গোবিন্দার সম্পর্কের বিষয়ে জানতেন। “তিনি আমার প্রিয় ছিলেন এবং আজ গোবিন্দার সাফল্য এবং সব কিছুর জন্য তাঁকেই কৃতিত্ব দিতে হয়।”
advertisement
অন্যদিকে, পারস ছাবরার একটি সাম্প্রতিক পডকাস্টে সুনীতা বলেন, “কৃষ্ণ আমার কাছে, বিনয়, ডাম্পি এবং আমার শ্যালকের ছেলের সঙ্গে বড় হয়েছে। আমার কাছে তারা সবাই আমার সন্তান। আমি অতীতের সব কিছু ভুলে গিয়েছি। এখন আমি শুধু চাই সব বাচ্চারা হাসুক, খেলুক এবং সুখী থাকুক। আমি সবাইকে আশীর্বাদ করি।”
২০১৬ সালে দ্য কপিল শর্মা শোতে কৃষ্ণের একটি রসিকতা গোবিন্দ এবং সুনীতাকে বিব্রত করার পরেই এই বিরোধ শুরু হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 12, 2025 10:05 AM IST

