আরবাজের পর বেটিংকাণ্ডে নাম উঠল সাজিদ খানেরও

Last Updated:

আরবাজ খানের পর এবার সাজিদ খান৷ আইপিএল বেটিং-এ নাম উঠে এল তাঁর৷ আবারও বলিউডের এক নামী পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে বেটিং-এর অভিযোগ উঠে এল৷ যেই বুকি আরবাজের নাম প্রকাশ করেছিল, তার থেকেই পাওয়া গেল সাজিদের নাম৷

#মুম্বই: আরবাজ খানের পর এবার সাজিদ খান৷ আইপিএল বেটিং-এ নাম উঠে এল তাঁর৷ আবারও বলিউডের এক নামী পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে বেটিং-এর অভিযোগ উঠে এল৷ যেই বুকি আরবাজের নাম প্রকাশ করেছিল, তার থেকেই পাওয়া গেল সাজিদের নাম৷
বুকি সোনু জালান জানিয়েছে সাজিদ নাকি বছর সাতেক আগে নিয়মিত বেটিং করতেন৷ সাজিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে থানে পুলিশ৷ যদিও এখনই সাজিদকে ডেকে পাঠানো হচ্ছে না৷ আরো খতিয়ে দেখেই এ বিষয় এগোতে চাইছে পুলিশ৷
advertisement
advertisement
এর আগে বেটিংকাণ্ডে নাম জড়ায় সলমনের ভাই আরবাজের৷ সোনু জালানকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে আরবাজের নাম৷ পরে তিনি নিজেও স্বীকার করে নেন সেই অভিযোগ৷ সূত্রের খবর, আরবাজও নাকি বেটিং-এর সঙ্গে যুক্ত বলিউডের আরও ৭জনের নাম প্রকাশ্যে এনেছেন৷ তদন্তের স্বার্থে এখনই সেই নামগুলো সামনে আনছেন না তদন্তকারীরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
আরবাজের পর বেটিংকাণ্ডে নাম উঠল সাজিদ খানেরও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement