আরবাজের পর বেটিংকাণ্ডে নাম উঠল সাজিদ খানেরও
Last Updated:
আরবাজ খানের পর এবার সাজিদ খান৷ আইপিএল বেটিং-এ নাম উঠে এল তাঁর৷ আবারও বলিউডের এক নামী পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে বেটিং-এর অভিযোগ উঠে এল৷ যেই বুকি আরবাজের নাম প্রকাশ করেছিল, তার থেকেই পাওয়া গেল সাজিদের নাম৷
#মুম্বই: আরবাজ খানের পর এবার সাজিদ খান৷ আইপিএল বেটিং-এ নাম উঠে এল তাঁর৷ আবারও বলিউডের এক নামী পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে বেটিং-এর অভিযোগ উঠে এল৷ যেই বুকি আরবাজের নাম প্রকাশ করেছিল, তার থেকেই পাওয়া গেল সাজিদের নাম৷
বুকি সোনু জালান জানিয়েছে সাজিদ নাকি বছর সাতেক আগে নিয়মিত বেটিং করতেন৷ সাজিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে থানে পুলিশ৷ যদিও এখনই সাজিদকে ডেকে পাঠানো হচ্ছে না৷ আরো খতিয়ে দেখেই এ বিষয় এগোতে চাইছে পুলিশ৷
advertisement
advertisement
এর আগে বেটিংকাণ্ডে নাম জড়ায় সলমনের ভাই আরবাজের৷ সোনু জালানকে জিজ্ঞাসাবাদ করেই উঠে আসে আরবাজের নাম৷ পরে তিনি নিজেও স্বীকার করে নেন সেই অভিযোগ৷ সূত্রের খবর, আরবাজও নাকি বেটিং-এর সঙ্গে যুক্ত বলিউডের আরও ৭জনের নাম প্রকাশ্যে এনেছেন৷ তদন্তের স্বার্থে এখনই সেই নামগুলো সামনে আনছেন না তদন্তকারীরা৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 05, 2018 7:30 PM IST