শ্রীদেবী মারা যেতেই বাবা-বোনদের পাশে অর্জুন, কারণটা কী?
Last Updated:
বিগত অনেকগুলো বছর সম্পর্ক ছিল নিদারুণ তিক্ত ৷ এমন কী হল যাতে ফ্যামিলি পিকচার হয়ে গেল এক্কেবারে ‘পারফেক্ট’ ? দীর্ঘ মনোমানিল্য ছেড়ে শ্রীদেবীর মৃত্যুর পরেই বাবা বনি কাপুর আর দুই বোন জাহ্নবী-খুশির পাশে এসে দাঁড়িয়েছিলেন অর্জুন কাপুর ৷
#মুম্বই: বিগত অনেকগুলো বছর সম্পর্ক ছিল নিদারুণ তিক্ত ৷ এমন কী হল যাতে ফ্যামিলি পিকচার হয়ে গেল এক্কেবারে ‘পারফেক্ট’ ? দীর্ঘ মনোমানিল্য ছেড়ে শ্রীদেবীর মৃত্যুর পরেই বাবা বনি কাপুর আর দুই বোন জাহ্নবী-খুশির পাশে এসে দাঁড়িয়েছিলেন অর্জুন কাপুর ৷
ফুল ঢাকা শ্রীদেবীর মরদেহের পাশে পাশে দেখা গিয়েছে তাঁকে ৷ বাবা আর বোনদের সান্ত্বনা দিয়েছেন বুক দিয়ে ৷ প্রচণ্ড শোকের মধ্যে আগলে রেখেছেন বহুদিন আগে ছেড়ে যাওয়া পরিবারকে ৷ কিন্তু কেন ?
একটা সময় মা মোনা কাপুর আর বোন অংশুলা কাপুরের সঙ্গে আলাদা হয়ে গিয়েছিলেন অর্জুন ৷ বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে দিনের পর দিন তিক্ত হয়েছে সম্পর্ক ৷ এখন অবশ্য বদলেছে পরিস্থিতি, বদলেছে জীবনের প্রেক্ষাপট ৷ এখন আর না আছেন মোনা, না আছেন শ্রীদেবী ৷ ফলে সম্প্রতি আবার জোড়া লেগেছে সেই হারিয়ে যাওয়া সম্পর্ক ৷ হঠাৎ কেন এই ভোল বদল ? জানালেন খোদ নায়কই ৷
advertisement
advertisement
গতকালই একটি ট্যুইট করেছেন অর্জুন ৷ সেখানে লিখেছেন, ‘‘অংশুলা আর আমার মধ্যে জীবনের প্রত্যেকটা সেকেণ্ডে আমাদের মায়ের প্রতিফলন দেখা যায় ৷ তিনি চাইতেন জীবনের যে কোনও কঠিন সময়ে আমরা আমাদের বাবা-বোনদের পাশে এসে দাঁড়াই ৷ আমরা সেটাই করেছি ৷’’
advertisement
Hey @aakanksha3131 , me & @anshulakapoor represent our mother every single second we live...she would expect us to have been standing next to our father no matter what n be there for Janhvi & Khushi... thank you for ur kind words bout our mother...as she would say god bless u... https://t.co/xOBQgDE0pP
— Arjun Kapoor (@arjunk26) June 4, 2018
advertisement
Location :
First Published :
June 05, 2018 6:35 PM IST