শ্রীদেবী মারা যেতেই বাবা-বোনদের পাশে অর্জুন, কারণটা কী?

Last Updated:

বিগত অনেকগুলো বছর সম্পর্ক ছিল নিদারুণ তিক্ত ৷ এমন কী হল যাতে ফ্যামিলি পিকচার হয়ে গেল এক্কেবারে ‘পারফেক্ট’ ? দীর্ঘ মনোমানিল্য ছেড়ে শ্রীদেবীর মৃত্যুর পরেই বাবা বনি কাপুর আর দুই বোন জাহ্নবী-খুশির পাশে এসে দাঁড়িয়েছিলেন অর্জুন কাপুর ৷

#মুম্বই: বিগত অনেকগুলো বছর সম্পর্ক ছিল নিদারুণ তিক্ত ৷ এমন কী হল যাতে ফ্যামিলি পিকচার হয়ে গেল এক্কেবারে ‘পারফেক্ট’ ? দীর্ঘ মনোমানিল্য ছেড়ে শ্রীদেবীর মৃত্যুর পরেই বাবা বনি কাপুর আর দুই বোন জাহ্নবী-খুশির পাশে এসে দাঁড়িয়েছিলেন অর্জুন কাপুর ৷
ফুল ঢাকা শ্রীদেবীর মরদেহের পাশে পাশে দেখা গিয়েছে তাঁকে ৷ বাবা আর বোনদের সান্ত্বনা দিয়েছেন বুক দিয়ে ৷ প্রচণ্ড শোকের মধ্যে আগলে রেখেছেন বহুদিন আগে ছেড়ে যাওয়া পরিবারকে ৷ কিন্তু কেন ?
একটা সময় মা মোনা কাপুর আর বোন অংশুলা কাপুরের সঙ্গে আলাদা হয়ে গিয়েছিলেন অর্জুন ৷ বাবা দ্বিতীয় বিয়ে করার পর থেকে দিনের পর দিন তিক্ত হয়েছে সম্পর্ক ৷ এখন অবশ্য বদলেছে পরিস্থিতি, বদলেছে জীবনের প্রেক্ষাপট ৷ এখন আর না আছেন মোনা, না আছেন শ্রীদেবী ৷ ফলে সম্প্রতি আবার জোড়া লেগেছে সেই হারিয়ে যাওয়া সম্পর্ক ৷ হঠাৎ কেন এই ভোল বদল ? জানালেন খোদ নায়কই ৷
advertisement
advertisement
গতকালই একটি ট্যুইট করেছেন অর্জুন ৷ সেখানে লিখেছেন, ‘‘অংশুলা আর আমার মধ্যে জীবনের প্রত্যেকটা সেকেণ্ডে আমাদের মায়ের প্রতিফলন দেখা যায় ৷ তিনি চাইতেন জীবনের যে কোনও কঠিন সময়ে আমরা আমাদের বাবা-বোনদের পাশে এসে দাঁড়াই ৷ আমরা সেটাই করেছি ৷’’
advertisement
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
শ্রীদেবী মারা যেতেই বাবা-বোনদের পাশে অর্জুন, কারণটা কী?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement