Celebrity Gossip: বিয়ের ২ বছরের মধ্যে এ কী হল? বিশ্বের তাবড় তারকা দম্পতির এমন পরিণতি কেন? জানুন

Last Updated:

Entertainment News: কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই দু’জন আলাদা থাকতে শুরু করেন। তখন থেকেই এই সম্পর্কের পরিণতি নিয়ে জল্পনা চলছিল।

#ক্যালিফোর্নিয়া: বিয়ের দু’বছর পেরোতে না পেরোতেই বিবাহবিচ্ছেদ! স্বামী অভিনেতা বেন অ্যাফ্লেকের সঙ্গে থাকতে চান না তিনি। মঙ্গলবার লস অ্যাঞ্জেলেসের সুপিরিয়র কোর্টে এমনই আবেদন জানিয়েছেন অভিনেত্রী জেনিফার লোপেজ।
২০২২ সালে রাইসবোরোতে ধুমধাম করে বিয়ে করেছিলেন হাইপ্রোফাইল এই জুটি। কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই দু’জন আলাদা থাকতে শুরু করেন। তখন থেকেই এই সম্পর্কের পরিণতি নিয়ে জল্পনা চলছিল। অবশেষে মঙ্গলবার বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক খবর সামনে এল।
বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজের প্রথম আলাপ হয় ‘গিগলি’-এর সেটে। ছবিতে অপরাধীর চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা। দেখানো হয়েছিল, দু’জন হাত মিলিয়ে একটা বড় অপরাধের নেতৃত্ব দিচ্ছেন। তারপর ধীরে ধীরে বাস্তব জীবনেও এঁকে অপরের বন্ধু হয়ে ওঠেন তারা। সেখান থেকে প্রেম। তবে বিয়ে করেন এর প্রায় ২০ বছর পর।
advertisement
advertisement
২০২১ সালে ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেতা বেন অ্যাফ্লেক বলেছিলেন, “জীবনের সেই জিনিসগুলোকেই আমি মূল্যবান মনে করি, যেগুলোর গুরুত্ব রয়েছে, এবং যার প্রভাব অপরিসীম।’’ এই বক্তব্যের ব্যখ্যা দিয়ে তিনি বলেন, “আমার জীবন শুধু সেই ব্যক্তিকে প্রতিফলিত করে না, যা আমি হতে চাই। সেই ব্যক্তিকে প্রতিফলিত করে যা আমি অনুভব করি। যে নিখুঁত নয়, কিন্তু নিখুঁত হওয়ার চেষ্টা করে। যে সৎ, খাঁটি এবং জবাবদিহির জন্য সদা প্রস্তুত।’’
advertisement
২০২২ সালের নভেম্বরে বাগদান সারেন বেন অ্যাফ্লেক এবং জেনিফার লোপেজ। বিয়েতে জেনিফারকে ৬.১ ক্যারেটের একটি গোলাপি হিরের আংটি উপহার দিয়েছিলেন অভিনেতা। ‘জেনি ফ্রম দ্য ব্লক’ মিউজিক ভিডিও অ্যালবামেও দেখা গিয়েছিল বেন অ্যাফ্লেককে।
তবে ২০২২-এর আগেই তাঁদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু মিডিয়া হাইপ থেকে বাঁচতে বিয়ে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন সুপারস্টার জুটি। সেই সময় সংবাদমাধ্যমে জেনিফার এবং অ্যাফ্লেকের ঘনিষ্ঠ সুত্র জানিয়েছিল, তাঁরা কিছু সময়ের বিরতি নিচ্ছেন। এরপর দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব দেওয়ার আগে অ্যাফ্লেকের সঙ্গে পুনরায় জীবন শুরু করা নিয়ে ২০২২ সালের এপ্রিলে পিপল ম্যাগাজিনকে জেনিফার বলেন, “আমি খুশি এবং গর্বিত বোধ করছি। এটা মিষ্টি প্রেমের গল্প, আমরা দ্বিতীয় সুযোগ পেয়েছি।’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Celebrity Gossip: বিয়ের ২ বছরের মধ্যে এ কী হল? বিশ্বের তাবড় তারকা দম্পতির এমন পরিণতি কেন? জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement