Donald Trump: পুতিন-শির প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প! কীসের ইঙ্গিত বিশ্ব রাজনীতিতে?

Last Updated:

Donald Trump on Putin and Xi: ট্রাম্পের মতে, “ওঁরা ওঁদের দেশকে ভালবাসে, এটা ভালবাসার এক ভিন্ন রূপ।’’

ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্পের মুখে ভ্লাদিমির পুতিনের প্রশংসা! রাষ্ট্রপতি নির্বাচনের আর কয়েক মাস বাকি। সরগরম আমেরিকা। এর মধ্যেই রীতিমতো চমকে দিলেন ট্রাম্প। শুধু পুতিন নন, শি জিনপিংয়ের গুণগানও গাইলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “এ যেন ভূতের মুখে রাম নাম।’’
টেসলার সিইও ইলন মাস্ককে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওঁরা এই খেলার সেরা খেলোয়াড়। সঙ্গে জুড়ে দেন, “ওঁদের মোকাবিলা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শক্তিশালী রাষ্ট্রপতি প্রয়োজন।’’ পুতিন, কিম জং উনকে ডিক্টেটর হিসাবেই দেখে গোটা বিশ্ব। তবে ট্রাম্পের মতে, “ওঁরা ওঁদের দেশকে ভালবাসে, এটা ভালবাসার এক ভিন্ন রূপ।’’
advertisement
advertisement
ট্রাম্পের দাবি, পুতিন তাঁকে সম্মান করেন। মাস্ককে তিনি বলেন, “পুতিনের সঙ্গে ছিলাম। খুব সম্মান দিয়েছিলেন। তবে ইউক্রেন নিয়ে কথা বলতে হবে। এটা ওঁর চোখের মণি ছিল। আমি ওঁকে বলেছিলাম, এটা করবেন না।’’ মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনকে ‘স্লিপি জো’ বলে কটাক্ষ করে ট্রাম্পের দাবি, বাইডেনের আমলে এক অভূতপূর্ব সংকটের মধ্যে পড়েছে আমেরিকা। শুধু তাই নয়, তিনি রাষ্ট্রপতি থাকলে রাশিয়া ইউক্রেন আক্রমণ করত না বলেও মন্তব্য করেছেন ট্রাম্প।
advertisement
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে আমেরিকার রাষ্ট্রপতি প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেন এলন মাস্ক। সেখানে সীমান্ত সমস্যা থেকে বিদেশ নীতি নিয়ে খোলামেলা কথা বলেন ট্রাম্প। তবে সাক্ষাৎকার শুরুর আগেই বাঁধে গন্ডগোল। সাইবার হানার মুখে পড়ে এক্স প্ল্যাটফর্ম। এমনটাই দাবি করেছেন এলন মাস্ক। তিনি জানিয়েছেন, সাক্ষাৎকার বানচাল করতে “ব্যাপক ডিডিওএস অ্যাটাক’’ করা হয়েছিল।
advertisement
রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন এলন মাস্ক। বিশেষ করে বাইডেন সরে দাঁড়ানোর পর। তবে শুরুর দিকে বাইডেনের দিকেই ঝুঁকে ছিলেন মাস্ক। গত মাসে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। তারপর থেকেই মাস্ক ভিড়েছেন ট্রাম্পের শিবিরে। ২০২১ সালে ক্যাপিটাল হামলার পর ট্রাম্পকে ব্যান করে ট্যুইটার। এরপর মিসিসিপি দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ট্যুইটার কিনে নিয়েছেন মাস্ক। নাম পাল্টে করেছেন এক্স। তারপরই ট্রাম্পের উপর থেকে ব্যান তুলে নেওয়া হয়। বর্তমানে এক্সে ব্যাপক প্রচার করছেন ট্রাম্প।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump: পুতিন-শির প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প! কীসের ইঙ্গিত বিশ্ব রাজনীতিতে?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement