Adnan Sami: 'বিদায়', আচমকা সোশ্যাল মিডিয়া থেকে সব মুছে দিয়ে এমন বার্তা আদনান সামির!
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
বেশ কয়েক দিন ধরে আদনান শিরোনাম দখল করেছেন। সৌজন্যে তাঁর মলদ্বীপের ছবি। তাঁর নতুন ছবি দেখে কেউ তাঁকে চিনতে পারেননি। আসলে মোট ১৫৫ কিলো ওজন কমিয়ে ফেলার পর তাঁর ভোলবদল দেখে চমকে গিয়েছেন ভক্তরা।
#মুম্বই: আচমকা কোথায় চলে গেলেন আদনান সামি? সঙ্গীতশিল্পীর সাম্প্রতিক পোস্ট নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুশ্চিন্তায় ভক্তরা।
বুধবার দুপুরে হঠাৎ তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে চোখ পড়তে চমকে উঠেছেন নেটিজেনরা। দেখা গেল, তিনি সমস্ত পোস্ট উড়িয়ে দিয়েছেন। কেবল একটি পোস্ট করেছেন নতুন। যেটা একটি ভিডিও। যেখানে কালোর মধ্যে ইংরেজি অক্ষরে ফুটে উঠছে 'অলভিদা'। যার বাংলা অর্থ, 'বিদায়'। ভিডিওর সঙ্গেও তিনি লিখেছেন, 'অলভিদা'।
advertisement
advertisement
ভক্তরা প্রশ্ন করছেন, 'স্যার, আপনার কী হয়েছে? আমার মনে হয় নতুন কিছুই শুরু। কোনও গান?' কেউ লিখেছেন, 'আপনি ঠিক আছেন স্যার?' কেউ আবার 'না' লিখে রেখেছেন। অধিকাংশ ভক্ত আতঙ্কে রয়েছেন। কেউ আবার সুশান্ত সিং রাজপুতের কথা মনে করে লিখলেন, 'এসএসআর-এর পর এই ধরনের মেসেজ দেখে ভয় লাগে!'
advertisement
কিন্তু এখনও পর্যন্ত আদনানের এই সিদ্ধান্তের নেপথ্য কারণ জানা যায়নি।
বেশ কয়েক দিন ধরে আদনান শিরোনাম দখল করেছেন। সৌজন্যে তাঁর মলদ্বীপের ছবি। তাঁর নতুন ছবি দেখে কেউ তাঁকে চিনতে পারেননি। আসলে মোট ১৫৫ কিলো ওজন কমিয়ে ফেলার পর তাঁর ভোলবদল দেখে চমকে গিয়েছেন ভক্তরা।
advertisement
শোনা যায়, তিনি সম্ভবত লাইপোসাকশন সার্জারি করে ওজন কমিয়েছেন। কিন্তু এই সমস্ত খবরকে তিনি 'ভুয়ো' বলে দাবি করেছেন। তার পরে জানা যায়, তিনি টেক্সাসে গিয়ে একজন পুষ্টিবিদের পরামর্শে ওজন কমানোর কঠিন যাত্রা শুরু করেছিলেন। এখন সম্ভবত তিনি লো-ক্যালোরি এবং হাই-প্রোটিন ডায়েটে রয়েছেন। এক সময়ে যার ওজন ছিল ২২০ কেজি। তিনি যেন এখন ছিপছিপে চেহারার ৬৫ কেজির যুবক। চিকিৎসকরা বলে দিয়েছিলেন, ওজন না কমালে ৬ মাসের বেশি বাঁচবেন না। সেই থেকে তাঁর নতুন যাত্রা শুরু হল।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 19, 2022 5:48 PM IST