আদিত্য রায় কাপুর থাকবেন সঞ্জয় গুপ্তার শ্যুটআউট ৩: গ্যাং ওয়ারস অফ বম্বে-তে!

Last Updated:

নির্মাতারা আদিত্য রায় কাপুরকে এই প্রোজেক্টের জন্য বেছে নিয়েছেন।

#মুম্বই: পরিচালক সঞ্জয় গুপ্তর (Sanjay Gupta) ছবি শ্যুটআউট অ্যাট লোখান্ডওয়ালা (Shootout at Lokhandwala) ২০০৭ সালে মুক্তির পর কামাল দেখিয়েছিল। ছবিটি বক্স অফিসে লক্ষী লাভ করিয়েছিল। এর পর ২০১৩ সালে মুক্তি পায় শ্যুটআউট অ্যাট ওয়াদালা ( Franchise Shootout at Wadala)। গত বছর সঞ্জয় গুপ্ত নতুন ছবির কাজ শুরু করেছিলেন। জানা গিয়েছে নতুন ছবির গল্পের প্লট তৈরি হয়েছে ১৯৯২ শ্যুটআউট অ্যাট জেজে হসপিটালের (1992 shootout at JJ Hospital) ঘটনা নিয়ে।
নতুন ছবিতে মূল চরিত্রে কে অভিনয় করবে তা নিয়ে জল্পনা চলছে। শোনা গিয়েছে, মালাং (Malang) ছবির অভিনেতা আদিত্য রায় কাপুরকে (Aditya Roy Kapur) নিয়ে চিন্তা করছে ছবির নির্মাতারা। আদিত্য মালাং ছবিতে ভালো অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করেছেন। তাই অভিনেতার চাহিদা রয়েছে। সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, শ্যুটআউটের নির্মাতারা আদিত্য রায় কাপুরকে এই প্রোজেক্টের জন্য বেছে নিয়েছেন। তবে এই বিষয়ে এখনও কিছু চূড়ান্ত হয়নি।
advertisement
সম্প্রতি ছবির সঙ্গে যুক্ত এক বিশ্বস্ত সূত্র জানিয়েছে, নতুন ছবির নাম ঠিক করা হয়ে গিয়েছে। ছবির গল্পে তুলে ধরা হয়েছে দাউদ ইব্রাহিম (Dawood Ibrahim) এবং অরুণ গওলির গ্যাংওয়ার ( Arun Gawli)। ১৯৯২ সালে জেজে হাসপাতালে শ্যুটআউটের ঘটনা এই ছবিতে তুলে ধরা হবে। এই দুটি গ্যাংওয়ার কথা মাথায় রেখে ছবির নাম রাখা হয়েছে শ্যুটআউট ৩: গ্যাং ওয়ারস অফ বম্বে (Shootout 3: Gang Wars of Bombay)। এই ছবিটির প্রযোজনা করছে ভূষণ কুমারের (Bhushan Kumar) টি-সিরিজ (T-Series) এবং একতা কাপুরের (Ekta Kapoor) বালাজি টেলিফিল্ম (Balaji Telefilms)।
advertisement
advertisement
এছাড়াও আদিত্য মালাং ছবির পর ওম: দ্য ব্যাটেল উইদিন (Om: The Battle Within) ছবির চুক্তি স্বাক্ষর করেছে বলে জানা গিয়েছে। যদি সব ঠিক থাকে তাহলে শ্যুটআউট: গ্যাং ওয়ারস অফ বম্বে ছবিতে দেখা যাবে আদিত্যকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আদিত্য রায় কাপুর থাকবেন সঞ্জয় গুপ্তার শ্যুটআউট ৩: গ্যাং ওয়ারস অফ বম্বে-তে!
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement