বলিউডে নিজেকে ‘আউটসাইডার’ ভাবেন অদিতি

Last Updated:

‘রকস্টার’ বা ‘দিল্লি-৬’-এর মতো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে ৷ ‘ইয়ে সালি জিন্দেগি’, ‘খুবসুরত’ এবং ‘মার্ডার ৩’-এর মতো ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ স্বয়ং অমিতাভ বচ্চন সম্প্রতি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তাঁর প্রশংসা করেছেন ৷ কিন্তু এত কিছু সত্ত্বেও নিজেকে বলিউডে এখনও ‘আউটসাইডার’-ই ভাবেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি ৷

#মুম্বই:  ‘রকস্টার’ বা ‘দিল্লি-৬’-এর মতো ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে ৷ ‘ইয়ে সালি জিন্দেগি’, ‘খুবসুরত’ এবং ‘মার্ডার ৩’-এর মতো ছবিতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ স্বয়ং অমিতাভ বচ্চন সম্প্রতি কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তাঁর প্রশংসা করেছেন ৷ কিন্তু এত কিছু সত্ত্বেও নিজেকে বলিউডে এখনও ‘আউটসাইডার’-ই ভাবেন অভিনেত্রী অদিতি রাও হায়দারি ৷
01 (MAIN PICTURE)752314
অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর হঠাৎ নিজেকে আউটসাইডার ভাবছেন কেন ? এই প্রশ্নের উত্তরে অদিতি বলেন, ‘ আমার কাছে কোনও বড় প্রযোজক সংস্থা নেই ৷ নেই বড় পরিচালক বা কোনও বড় অভিনেতার ব্যাকিং ৷ আমি এখন তাই ধাপে ধাপে এগোতে চাই ৷ আমি বাইরে থেকে এসেছি ৷ এই ইন্ডাস্ট্রিতে কাউকে চিনতাম না ৷ কীভাবে ‘গেম’ খেলতে হয়, সেটা জানা নেই ৷ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনও স্কিম করার ক্ষমতা নেই আমার  ৷ কাউকে পিছন থেকে ছুরি মারারও ইচ্ছা নেই ৷’
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
বলিউডে নিজেকে ‘আউটসাইডার’ ভাবেন অদিতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement