Adipurush Ticket Price: এক ধাক্কায় 'আদিপুরুষ'-এর বক্স অফিসে ধস! টিকিটের দাম কমিয়ে দর্শকদের আহ্বান, মাত্র এই টাকায় 3D!

Last Updated:

সমালোচনার পর হঠাৎ এক ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে ওম রাউত পরিচালিত এই ছবি। হু হু করে আয়ের পরিমাণ কমে আসতেই টিকিটর দাম কমিয়ে দেওয়া হয়েছে।

এক ধাক্কায় 'আদিপুরুষ'-এর বক্স অফিসে ধস! টিকিটের দাম কমিয়ে দর্শকদের আহ্বান, মাত্র এই টাকায় 3D!
এক ধাক্কায় 'আদিপুরুষ'-এর বক্স অফিসে ধস! টিকিটের দাম কমিয়ে দর্শকদের আহ্বান, মাত্র এই টাকায় 3D!
মুম্বই: মুক্তি পাওয়ার প্রথম দিনেই বিশ্বব‍্যাপি লাভের অঙ্ক ছাড়িয়েছিল ১০০ কোটি টাকা। ব্যাপক গতি নিয়েছিল রামায়ণ মহাকাব্য অবলম্বনে তৈরি ‘আদিপুরুষ’ ছবির আয়ের অঙ্ক। কিন্তু তারপর জল গড়িয়েছে অনেক দূর। বিস্তর বিতর্ক, সমালোচনার পর হঠাৎ এক ধাক্কায় মুখ থুবড়ে পড়েছে ওম রাউত পরিচালিত এই ছবি। হু হু করে আয়ের পরিমাণ কমে আসতেই টিকিটর দাম কমিয়ে দেওয়া হয়েছে। একটাই আশা, কম দামের টিকিট পেলে যদি দর্শক ছবি দেখতে আসেন।

View this post on Instagram

A post shared by T-Series (@tseries.official)

advertisement
advertisement
গত সোমবার এবং মঙ্গলবার বক্স অফিস কালেকশন অনেকটাই পড়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বৃহস্পতিবার এবং শুক্রবার থ্রি ডি-তে এই ছবি দেখা যাবে মাত্র ১৫০ টাকায়। টি সিরিজ একটি বিজ্ঞাপন শেয়ার করেছেন, যেখানে লেখা, ’২২ এবং ২৩ জুনের জন্য বিশেষ অফার। থ্রি ডি-তে এই ছবি দেখুন মাত্র ১৫০ টাকায়।’ নীচে লেখা, ‘পরিবর্তিত সংলাপ থাকবে।’
advertisement
তবে ১৫০ টাকায় টিকিটের দাম শুরু হবে কয়েকটি রাজ্যে। তালিকা থেকে বাদ একাধিক রাজ্য, যেমন অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গনা, কেরল এবং তামিলনাড়ু।
advertisement
প্রসঙ্গত, ছবির যে যে অংশ এবং সংলাপ নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন দর্শকমহল, সেই অংশ পরিবর্তন করা হয়েছে। আর সেই পরিবর্তিত ছবি দেখার জন্যই আমন্ত্রণ জানালেন নির্মাতারা।
রাউত এই ছবিতে রাঘবের চরিত্র অভিনয় করছেন ‘বাহুবলী’ খ‍্যাত প্রভাস। জানকীর চরিত্রে দেখা গিয়েছে কৃতী স‍্যাননকে। অন‍্যদিকে ‘রাবনের’ চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। মুক্তির আগে থেকেই এই ছবিকে ঘিরে উঠেছিল নানান বিতর্ক। ছবি সম্পর্কে সমালোচকদের প্রতিক্রিয়াও খুব একটা ভাল নয়।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Adipurush Ticket Price: এক ধাক্কায় 'আদিপুরুষ'-এর বক্স অফিসে ধস! টিকিটের দাম কমিয়ে দর্শকদের আহ্বান, মাত্র এই টাকায় 3D!
Next Article
advertisement
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
ছোট্ট প্রতিমা, বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা মূর্তি পাড়ি দিল কানাডায়!
  • বর্ধমানের শিল্পীর তৈরি দুর্গা প্রতিমা পাড়ি জমালো সুদূর কানাডায়। ফাইবার দিয়ে তৈরি ছোট্ট সাবেকি  একচালার দুর্গা প্রতিমা। পৌঁছে যাচ্ছে বিদেশে। এর আগে শিল্পী নরওয়েতে লক্ষ্মী ও সরস্বতী এবং আমেরিকায় শিবের মূর্তি পাঠিয়েছিলেন। এই প্রথম বিদেশে দুর্গা প্রতিমা পাঠালেন তিনি।

VIEW MORE
advertisement
advertisement