অফজল গুরুকে নিয়ে ট্যুইট ! এফআইআর দায়ের অভিনেত্রী সোনি রাজদানের নামে

Last Updated:

অফজল গুরুকে নিয়ে ট্যুইট করায় বিতর্কের মুখে পড়লেন আলিয়া ভাটের মা ও অভিনেত্রী সোনি রাজদান ৷

#নয়াদিল্লি: অফজল গুরুকে নিয়ে ট্যুইট করায় বিতর্কের মুখে পড়লেন আলিয়া ভাটের মা ও অভিনেত্রী সোনি রাজদান ৷ তবে শুধুই বিতর্ক নয়, দিল্লির তিলক মার্গ থানাতে অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে ৷
অভিযোগ অনুযায়ী, অভিনেত্রী সোনি দেশদ্রোহিতার কাজ করেছেন ৷ দেশবাসীর আবেগের সঙ্গে খেলেছেন তিনি৷ সুপ্রিম কোর্টের আইনজীবী রাজীব কুমার শ্রীবাস্তব এই অভিযোগ দায়ের করেছে ৷
soni 1
advertisement
অভিনেত্রী সোনি রাজদান ট্যুইট করে লেখেন, ‘!আফজল গুরুকে কেন বলির পাঁঠা করা হয়েছিল। কেউ বলছে না যে, তিনি (আফজল গুরু) নির্দোষ। কিন্তু যদি তাঁকে অত্যাচার করা হয়ে থাকে এবং অত্যাচারীর হুকুমে তিনি কোনও কাজ করতে বাধ্য হন, তা হলে? সে ক্ষেত্রে কি পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার দরকার ছিল না?’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অফজল গুরুকে নিয়ে ট্যুইট ! এফআইআর দায়ের অভিনেত্রী সোনি রাজদানের নামে
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement