Covid-19 Positive Shilpa: কোভিড ১৯-এ আক্রান্ত শিল্পা, ফের ভয়ঙ্কর থাবা করোনা ভাইরাসের! আতঙ্ক ভয়ে ঘুম উড়েছে অভিনেত্রীর
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Covid-19 Positive Shilpa: হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর৷
মুম্বই: করোনা ভাইরাস নামটার সঙ্গেই যেন আতঙ্ক জড়িয়ে রয়েছে৷ পাঁচ বছর আগের করোনা মহামারির ভয়াবহ ক্ষত এখনও দগদগে সকলের মনে । ফের সেই পুরনো স্মৃতি উসকে দিয়ে হংকং ও সিঙ্গাপুর জুড়ে ফের দেখা দিয়েছে করোনা আতঙ্ক। হু হু করে বাড়ছে করোনা ভাইরাস সংক্রমণ। সম্প্রতি কোভিড-১৯-এ আক্রান্ত হলেন অভিনেত্রী শিল্পা শিরোদকর৷
সম্প্রতি বিগ বস ১৮-তে দেখা গিয়েছিল অভিনেত্রী শিল্পা শিরোদকরকে৷ কোভিড-১৯ পজিটিভ ধরা পড়েছে নায়িকার। সোমবার, ৫১ বছর বয়সী এই অভিনেত্রী তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে তাঁর সমস্ত ভক্তদের সঙ্গে এই খবর শেয়ার করে সতর্ক থাকার আহ্বান জানান।
advertisement
advertisement
অভিনেত্রী ইনস্টাগ্রাম পোস্টে লেখেন-‘হ্যালো, বন্ধুরা! আমার কোভিড পজিটিভ ধরা পড়েছে। নিরাপদে থাকুন এবং মাস্ক পরুন!’ এই খবরের প্রতিক্রিয়া জানিয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহা একটি মন্তব্য করেছেন, ‘হে ঈশ্বর!!! যত্ন নিন শিল্পা… দ্রুত আরোগ্য লাভ করুন।’
advertisement
মাত্র কয়েক মাস আগে, শিল্পা তার অনুপ্রেরণামূলক শারীরিক রূপান্তরের জন্য শিরোনামে এসেছিলেন। অভিনেত্রী ২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের জানুয়ারি পর্যন্ত তার চিত্তাকর্ষক তিন মাসের ওজন কমানোর যাত্রার আগে এবং পরে ছবি শেয়ার করেছেন। ভক্তরা তার বহুল প্রশংসা করেছেন, তার ফিটনেস যাত্রাকে ‘প্রেরণাদায়ক’ বলেছেন অনুরাগীরা৷ এবং তিনি প্রমাণ করেছেন যে নিজেকে নতুন করে আবিষ্কার করতে কখনওই দেরি করতে হয় না।’
advertisement
আরও পড়ুন-‘শারীরিক সম্পর্ক করলেই ওকে পাবে…!’, নায়িকাকে পরামর্শ পরিচালকের, জানতে পেরে সর্বনাশ! যা করলেন নায়ক…
বিগ বস ১৮-তে শিল্পার অংশগ্রহণ গ্র্যান্ড ফিনালে থেকেও অনেক দূরে ছিল। তার বিদায় অনেক ভক্ত এবং সহ-প্রতিযোগীকে আবেগাপ্লুত করে তুলেছিল। শিল্পা শিরোদকর ১৯৯০-এর দশকে হাম, খুদা গাওয়া, আঁখে এবং বেওয়াফা সানামের মতো জনপ্রিয় ছবি দিয়ে খ্যাতি অর্জন করেন। তার অভিব্যক্তিপূর্ণ চোখ এবং পর্দায় উপস্থিতির জন্য পরিচিত, তিনি অমিতাভ বচ্চন, গোবিন্দ এবং মিঠুন চক্রবর্তীর মতো বড় তারকাদের বিপরীতে অভিনয় করেছিলেন। ২০০০-এর দশকের গোড়ার দিকে চলচ্চিত্র থেকে বিরতি নেওয়ার পর, তিনি ‘এক মুঠি আসমান’ এবং ‘সিলসিলা পেয়ার কা’-এর মতো অনুষ্ঠানের মাধ্যমে টেলিভিশনে সফলভাবে প্রত্যাবর্তন করেন।
advertisement
বিগ বস ১৮-তে কামব্যাকের মাধ্যমে, শিল্পা দর্শকদের তার মনোমুগ্ধকরতা এবং স্থিতিস্থাপকতার কথা মনে করিয়ে দিলেন, আবারও প্রমাণ করলেন কেন তিনি ভারতীয় বিনোদনের সবচেয়ে প্রিয় মুখদের মধ্যে একজন। ভক্তরা এখন তার দ্রুত আরোগ্য কামনা করছেন এবং শীঘ্রই তাকে আবার অ্যাকশনে দেখতে পাবেন বলে আশা করছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2025 3:43 PM IST