Sidarth Shukla || সিদ্ধার্থ শুক্লার প্রথম প্রয়াণবার্ষিকী! বন্ধুকে স্মরণ করে যা লিখলেন শেফালি

Last Updated:

Shefali Jariwala On Sidharth Shukla || কাঁটালাগা-খ্যাত অভিনেত্রী লিখেছেন, 'তোমার কথাই ভাবছি বন্ধু'৷

প্রথম প্রয়াণবার্ষিকীতে অভিনেতা সিদ্ধার্থ শুক্লাকে স্মরণ করলেন বন্ধু তথা অভিনেত্রী শেফালি জরিওয়ালা৷ কাঁটালাগা-খ্যাত অভিনেত্রী লিখেছেন, 'তোমার কথাই ভাবছি বন্ধু'৷ যা দেখে আবারও ভারাক্রান্ত হয়েছে অনুরাগীদের মন৷ শেফালি-সিদ্ধার্থ পুরনো বন্ধু৷ বিগবসের বাড়িতে আরও মজবুত হয়েছিল সেই বন্ধুত্ব৷ সময় এগলেও বন্ধুকে ভোলেননি শেফালি৷
দেখতে দেখতে বছর পার৷ আজ শুক্রবার, আর সেই দিনটা ছিল বৃহস্পতিবার৷ চমকে উঠেছিল দেশ৷ বিগ বস জয়ের পর তিনি তখন গোটা দেশের ক্রাশ৷ বিনোদন জগৎ থমকে গিয়েছিল এক লহমায়৷ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্য হয়েছিল বিগ বস ১৩-এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লার৷ এক বছর পার করে ভক্তদের স্মৃতিতে তিনি উজ্জ্বল৷ একটু একটু করে নিজেদের সামলাচ্ছে তাঁর পরিবারও৷ আজ প্রয়াত অভিনেতাকে স্মরণ করে আয়োজন করে প্রার্থনাসভার আয়োজন করা হয়েছিল৷ উপস্থিত ছিলেন সিদ্ধার্থের মা রীতা শুক্লাও৷
advertisement
মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও কোনও লাভ হয়নি ৷ চিকিৎসার কোনও সুযোগই পাওয়া যায়নি ৷ তার আগেই মৃত্যু হয় সিদ্ধার্থের ৷ বয়স হয়েছিল ৪০ বছর ৷ ১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম সিদ্ধার্থ শুক্লার।
advertisement
advertisement
আরও পড়ুন:  আসছে মাধবীলতা, অ্যাকশন-রোম্যান্সে ভরা এই ধারাবাহিক চমক দিতে তৈরি
‘বালিকা বধূ’, ‘দিল সে দিল তক’-এর মতো বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। বিগ বসের পাশাপাশি ‘খতরো কে খিলাড়ি’, ‘ঝলক দিখলাজা’-র মতো বিভিন্ন রিয়্যালিটি শো-তেও অংশ নিয়েছেন ৷ তবে বিগ বস-১৩-তে বিজয়ী হওয়ার পরেই জনপ্রিয়তা আরও বাড়ে অভিনেতার ৷
advertisement
২০০৮ সালে ‘বাবুল কা আঙ্গান ছুটে না’ (Babul Ka Aangann Chootey Na ) ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা দেন সিদ্ধার্থ। ধারাবাহিকে মুখ্য চরিত্রেই অভিনয় করতেন তিনি। ছোট পর্দার পাশাপাশি ২০১৪ সালে বলিউডেও অভিষেক ঘটে অভিনেতার। ‘হামটি শর্মা কি দুলহানিয়া’ (Humpty Sharma Ki Dulhania) ছবিতে একটি চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। বাবা অশোক শুক্লা, মা রীতা শুক্লা। সেন্ট জেভিয়ার্সের প্রাক্তন ছাত্রের ছোটবেলার থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল। প্রথাগত পড়াশোনার বাইরে অন্য কিছু করার প্রতি তাঁর আগ্রহ ছিল। কিন্তু বলিউডে পাকা জায়গা বানানোর আগেই সব শেষ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sidarth Shukla || সিদ্ধার্থ শুক্লার প্রথম প্রয়াণবার্ষিকী! বন্ধুকে স্মরণ করে যা লিখলেন শেফালি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement