হোম /খবর /বিনোদন /
ভিডিও কলে অডিশনে তাঁকে নগ্ন হতে বলেছিলেন রাজ! বিস্ফোরক অভিযোগ মডেল-অভিনেত্রীর

Raj Kundra Arrest: ‘‘ভিডিও কলে একটি অডিশনে আমাকে নগ্ন হতে বলেছিলেন রাজ...’’ বিস্ফোরক অভিযোগ মডেল-অভিনেত্রীর !

Actress Sagarika Sona Suman

Actress Sagarika Sona Suman

Actress Sagarika Sona Suman Shocking revelation against Raj Kundra: যৌন পেশায় বিরাট বড় চক্রান্তে শিল্পা শেট্টির স্বামীর বড় রকমের ভূমিকা রয়েছে বলেই মত সাগরিকার ৷

  • Last Updated :
  • Share this:

মুম্বই: সারা দেশ জুড়ে এখন একজন মানুষকে নিয়েই চর্চা ৷ তিনি শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা ৷ পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে রাজ কুন্দ্রার নাম জড়ানোর পাশাপাশি একে একে নানা অভিযোগ উঠে আসছে তাঁর নামে ৷ এ বছরই কয়েক মাস আগে রাজের নামে সাংঘাতিক অভিযোগ জানিয়েছিলেন মডেল অভিনেত্রী সাগরিকা সোনা সুমন ৷  তাঁর অভিযোগ ছিল, একটি সিনেমার অডিশনে তাঁকে ক্যামেরার সামনে পোশাক খুলে ফেলে নগ্ন হওয়ার নির্দেশ দেন রাজ কুন্দ্রা !

পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রিতে ব্যবসার পাশাপাশি যৌন পেশায় বিরাট বড় চক্রান্তে শিল্পা শেট্টির স্বামীর বড় রকমের ভূমিকা রয়েছে বলেই মত সাগরিকার ৷ গত বছর তিনি এমনই অভিজ্ঞতার সম্মুখীন হন বলে জানিয়েছেন মডেল অভিনেত্রী ৷ সাগরিকা জানান, গত বেশ কয়েকবছর ধরে মডেলিংয়ের কাজ করলেও সেভাবে কোনও বড় প্রজেক্টের সঙ্গে তিনি যুক্ত হতে পারেননি ৷ গত বছর অগাস্ট মাসে রাজ কুন্দ্রার সহকারীর কাছ থেকে তিনি একটি ফোন পেয়েছিলেন ৷ একটি ওয়েব সিরিজের জন্য অডিশন দিতে রাজিও হয়েছিলেন ৷ অডিশন নিয়েছিলেন খোদ রাজ কুন্দ্রা, তাঁর সহকারী উমেশ এবং অপর একজন ব্যক্তি ৷ ভিডিও কলে অডিশন নেওয়ার সময় সাগরিকাকে পোশাক ছাড়তে বলা হয় ৷ ক্যামেরার সামনেই নগ্ন হওয়ার নির্দশ দেওয়া হয় তাঁকে ৷ যা সাগরিকা প্রত্যাখ্যান করেছিলেন ৷

পর্ন ছবি বানানোর অভিযোগে গ্রেফতার হয়েছেন রাজ কুন্দ্রা ৷ এই পর্ন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তিনি বহু বছর ধরে যুক্ত বলেই জানিয়েছেন সাগরিকা ৷ বিভিন্ন অ্যাপের মাধ্যমে এই ছবিগুলি ছড়িয়ে পড়ত সর্বত্র ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Raj Kundra, Sagarika Sona Suman