'আমার শরীর, আমার সন্তান!' নরমাল ডেলিভারি বিতর্কে বিপুল ট্রোল! সবার মুখে ঝামা ঘষে কী বললেন অভিনেত্রী রিচা চাড্ডা?

Last Updated:

Richa Chadha Natural Birth Controversy: বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা কন্যা জুনাইরার জন্মদিনে মাতৃত্বের সফর নিয়ে একটি রিল শেয়ার করেন। 'ন্যাচারাল বার্থ' শব্দচয়ন নিয়ে বিতর্ক শুরু হলেও রিচা ট্রোলারদের জবাব দেন।

News18
News18
বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা সম্প্রতি তাঁর কন্যাসন্তান জুনাইরার জন্মদিনে মাতৃত্বের সফর নিয়ে একটি আবেগঘন রিল শেয়ার করেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, তাঁর সন্তানের জন্ম হয়েছিল ‘ন্যাচারাল বার্থ’-এর মাধ্যমে। আর এই একটি শব্দ ঘিরেই শুরু হয় চরম বিতর্ক। যদিও রিচা ট্রোলারদের একেবারে জবাব দিয়ে চুপ করিয়ে দেন।
১৬ জুলাই, ঋচা ও আলি ফজলের কন্যা জুনাইরার বয়স হল এক বছর। সেই উপলক্ষে রিচা একটি রিল পোস্ট করেন, যেখানে তাঁর গর্ভাবস্থার থেকে শুরু করে মা হওয়ার নানা মুহূর্ত ধরা আছে। এই রিলের ক্যাপশনে তিনি লেখেন —
“এক বছর আগে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে আমি এক সুস্থ কন্যাসন্তানের জন্ম দিই। মাত্র ২০ মিনিটেই ডেলিভারি হয়ে গিয়েছিল, ন্যাচারাল বার্থ! তারপর থেকে জীবন আর আগের মতো নেই। আমার মন, শরীর, আত্মা, সব বদলে গেছে। এক বছর আগে জুনাইরা জন্মেছিল, সেই সঙ্গে আমি-ও যেন জন্মালাম এক নতুন পরিচয়ে—একজন মা হিসেবে।”
advertisement
advertisement
advertisement
‘ন্যাচারাল বার্থ’ লিখতেই ঝাঁপিয়ে পড়ে কিছু নেটিজেন
অনেকে রিলটি পছন্দ করলেও, কেউ কেউ তাঁর ‘ন্যাচারাল বার্থ’ শব্দচয়নকে ঘিরে আপত্তি জানান। এক ইউজার লেখেন —
“আজকাল সব ডেলিভারিই তো বিজ্ঞানসম্মতভাবে হয়। সব বার্থই তো ন্যাচারাল।”
জবাবে রিচা লেখেন —
“আমি যদি ‘নর্মাল ডেলিভারি’ লিখতাম, তাহলেও তোমরা ঠিক বলতে এসে পড়তে!”
এরপর আরেকজন মন্তব্য করেন, রিচা’র উচিত ছিল ‘ভ্যাজাইনাল ডেলিভারি’ বলা। তখন রিচা ক্ষেপে গিয়ে জবাব দেন —
advertisement
“যদি আমি না চাই ‘ভ্যাজাইনাল’ শব্দটা ব্যবহার করতে, তাহলে? এটা আমার পোস্ট, আমার শরীর, আমার যোনি, আমার সন্তান। ফেমিনিজম আমাকে শিখিয়েছে, নিজের শব্দ আমি নিজে বেছে নিতে পারি।”
পরে তিনি নিজের কমেন্ট সেকশনটি মুছে ফেলেন ঠিকই, কিন্তু স্পষ্ট জানিয়ে দেন— নিজের বক্তব্যের জন্য কোনও আফসোস তাঁর নেই।
এই বিতর্ক নতুন নয়
এর আগেও এই ‘ন্যাচারাল ডেলিভারি’ শব্দ নিয়ে সেলেব্রিটিদের বিরুদ্ধে উঠেছে সমালোচনার ঝড়। কিছুদিন আগেই সুনীল শেট্টি তাঁর মেয়ে অথিয়া শেট্টির সি-সেকশন ছাড়া সন্তান জন্ম দেওয়ার সিদ্ধান্তকে প্রশংসা করেন, আর সেই নিয়েও শুরু হয় বিতর্ক।
advertisement
কিন্তু রিচার স্পষ্ট বার্তা— ভাষার দখল যাঁর, ব্যাখ্যার অধিকারও তাঁর।
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
'আমার শরীর, আমার সন্তান!' নরমাল ডেলিভারি বিতর্কে বিপুল ট্রোল! সবার মুখে ঝামা ঘষে কী বললেন অভিনেত্রী রিচা চাড্ডা?
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement