Payel Sarkar in Trouble|| প্রেমে ব্যর্থ! 'ডার্ক ডেয়ার'-র ফাঁসে জর্জরিত মাদকাসক্ত পায়েলের বোন! কীভাবে মিলবে মুক্তি?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Payel Sarkar: ক্লিক-এর নতুন সিরিজ 'এনক্রিপটেড’। দেখা যাবে ক্লিক প্ল্যাটফর্মে আগামী মাসে।
#কলকাতা: নিছক আনন্দের জন্য খেলা, কিন্তু সেটা যে কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, তার প্রমাণ ‘ব্লু হোয়েল’। এখনও আতঙ্করে আর এক নাম। যেন সাক্ষাৎ মৃত্যুর হাতছানি। এই খেলার হাত ধরে সর্বনাশের অতলে হারিয়ে গিয়েছে ছেলেমেয়েরা। এই ঘটনা বাস্তব আর তার আধারেই তৈরি হয়েছে ক্লিক-এর নতুন সিরিজ 'এনক্রিপটেড’। দেখা যাবে ক্লিক প্ল্যাটফর্মে আগামী মাসে।
দুই বোনের গল্প। দিয়া ও তানিয়া। প্রেমে ব্যর্থ হয়ে তানিয়া আশ্রয় নেয় মাদকের। সেই শুরু সর্বনাশের। মাদক কেনার জন্য প্রয়োজন হয় টাকার। তানিয়া প্রলোভনের ফাঁদে পা দিয়ে ফেলে।
আরও পড়ুন: প্রেমের গুঞ্জনের মধ্যেই দারুণ সুখবর! 'মাদার্স ডে'র দিনেই শ্রাবন্তীর পরিবারে এল নতুন সদস্য...

advertisement
advertisement
প্রলোভনটা কী? একটা অ্যাপলিকেশন। ‘ডার্ক ডেয়ার’। এটা ডাউনলোড করলেই নাকি খুলে যাবে সৌভাগ্যের দরজা। পাওয়া যাবে প্রচুর টাকা। ব্যাপারটা কীরকম? এই অ্যাপলিকেশনে যোগ দেওয়ার পর করতে হবে কিছু দুঃসাহসিক স্টান্ট। যার পরিবর্তে পাওয়া যাবে অনেক টাকা। টাকার প্রয়োজনে একটার পর একটা স্টান্ট করতে শুরু করে তানিয়া, যার শেষটা খুব খারাপ। খুন হয়ে যান এক মন্ত্রী। মন্ত্রীকে খুনের অপরাধে গ্রেফতার হয় তানিয়া। মানসিক শারীরিক অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।
advertisement
গল্পের শুরু এখানেই। বোনের মৃত্যুরহস্য খুঁজতে শহরে আসে দিদি দিয়া। আলাপ হয় তদন্তকারী অফিসার ও রিপোর্টারের সঙ্গে। জানতে পারে ‘ডার্ক ডেয়ার’-এর ফাঁদে পা দিয়ে কীভাবে অন্ধকারে হারিয়ে যাচ্ছে যুবক-যুবতীরা। বোনের মৃত্যু যে নিছক আত্মহত্যা নয়, বরং এক ঘৃণ্য চক্রান্ত বূুঝতে পারে দিয়া। শুরু হয় প্রতিশোধের পালা। এই মারাত্মক অ্যাপলিকেশনের মাস্টারমাইণ্ডকে খুঁজে বার করার দায়িত্বে পা বাড়ায় দিয়া।
advertisement
আরও পড়ুন: উন্মুক্ত পিঠ, ফ্লোরাল প্রিন্টের শাড়িতে ঠিক যেন শ্রীদেবী! আপনারও ভ্রম হতে পারে!
শেষ পর্যন্ত দিয়া কী পারবে মূল অপরাধীকে খুঁজে বার করতে? নাকি বোনের মত সেও হারিয়ে যাবে ‘ডার্ক ডেয়ার’-এর অতলে? উত্তর দেবে ক্লিক-এর নতুন ওয়েব সিরিজ ‘এনক্রিপটেড’। মুখ্য চরিত্রে পায়েল সরকার ছাড়াও সিরিজে অভিনয় করতে দেখা যাবে বেশ কিছু নতুন মুখকে। তবে এই সিরিজের অন্যতম আকর্ষণ ক্যাকটাসের টাইটেল সং। যদিও এর আগে গোধূলি শর্মার লেখায় গোয়েন্দা ছবিতে গান গেয়েছে ক্যাকটাস, তবে রহস্য-রোমাঞ্চ সিরিজে টাইটেল সং এই প্রথম। সিরিজে ক্যাকটাসকে অভিনয় করতেও দেখা যাবে। কাহিনি ও পরিচালনা সৌপ্তিক সি। প্রযোজনা ও সৃজনশীল পরিচালনায় অভিনেত্রী রণিতা দাশ। সহ-প্রযোজনার পাশাপাশি সিরিজে তাঁকে অভিনয় করতেও দেখা যাবে।
advertisement
Syamasri Saha
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2022 6:47 PM IST