*মাস কয়েক ধরেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর আবাসনেই কোনও একটি টাওয়ারে থাকেন ব্যবসায়ী প্রেমিক। এমনকি তাঁদের দু'জনকে মাসখানেক আগে শহরের একটি ক্যাফেতেও দেখা গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
2/ 7
*জন্মদিনেও ব্যবসায়ী প্রেমিককে দেখা গিয়েছিল শ্রাবন্তীর পাশে। ছেলে ঝিনুক এবং তাঁর বান্ধবীর সঙ্গে যখন মলদ্বীপ উড়ে গিয়েছিলেন মা শ্রাবন্তী, তখনও নাকি সঙ্গে ছিলেন শ্রাবন্তীর প্রেমিক। যদিও কোনও ছবি প্রকাশ্যে আসেনি। ছবি: ইনস্টাগ্রাম।
3/ 7
*এ বারে অবশ্য ব্যাপারটা একেবারে আলাদা। প্রেমের গুঞ্জনের মধ্যেই দারুণ সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: ইনস্টাগ্রাম।
4/ 7
*অভিনেত্রী আনন্দের সঙ্গে জানিয়েছেন, তাঁর বাড়িতে নয়া সদস্যের আগমন ঘটেছে। আর তারপর সেই পোস্ট ছড়িয়ে পড়তে সময় নেয়নি। 'মাদার্স ডে'র সকালে শ্রাবন্তী নতুন অতিথির ছবি শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে। তারপর থেকে শুভেচ্ছার বন্যা বইছে। ছবি: ইনস্টাগ্রাম।
5/ 7
*ভাবছেন কে এল পরিবারে? কাকে নিয়ে এত উচ্ছ্বসিত নায়িকা? কী কারণে করছেন কেক কেটে সেলিব্রেশন? কী ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়? ছবি: ইনস্টাগ্রাম।
6/ 7
*তাহলে জানিয়ে রাখি, নতুন সদস্য বলতে অভিনেত্রী একটি VOLVO সংস্থার দামী গাড়ি কিনেছেন। তাকেই নয়া সদস্য বলে পরিচয় করিয়ে দিয়েছেন সকলের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম।
7/ 7
*এ দিন গাড়ি কেনার পরে কেক কেটে সেই আনন্দ উদযাপন করতেও দেখা গিয়েছে শ্রাবন্তীকে। গাড়ির শো-রুমেই কেক কেটেছেন নায়িকা। তারপর নতুন সদস্যকে নিয়ে বাড়ি ফিরেছেন। ছবি: ইনস্টাগ্রাম।
*মাস কয়েক ধরেই টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর আবাসনেই কোনও একটি টাওয়ারে থাকেন ব্যবসায়ী প্রেমিক। এমনকি তাঁদের দু'জনকে মাসখানেক আগে শহরের একটি ক্যাফেতেও দেখা গিয়েছে। ছবি: ইনস্টাগ্রাম।
*জন্মদিনেও ব্যবসায়ী প্রেমিককে দেখা গিয়েছিল শ্রাবন্তীর পাশে। ছেলে ঝিনুক এবং তাঁর বান্ধবীর সঙ্গে যখন মলদ্বীপ উড়ে গিয়েছিলেন মা শ্রাবন্তী, তখনও নাকি সঙ্গে ছিলেন শ্রাবন্তীর প্রেমিক। যদিও কোনও ছবি প্রকাশ্যে আসেনি। ছবি: ইনস্টাগ্রাম।
*অভিনেত্রী আনন্দের সঙ্গে জানিয়েছেন, তাঁর বাড়িতে নয়া সদস্যের আগমন ঘটেছে। আর তারপর সেই পোস্ট ছড়িয়ে পড়তে সময় নেয়নি। 'মাদার্স ডে'র সকালে শ্রাবন্তী নতুন অতিথির ছবি শেয়ার করে নিয়েছেন সকলের সঙ্গে। তারপর থেকে শুভেচ্ছার বন্যা বইছে। ছবি: ইনস্টাগ্রাম।
*তাহলে জানিয়ে রাখি, নতুন সদস্য বলতে অভিনেত্রী একটি VOLVO সংস্থার দামী গাড়ি কিনেছেন। তাকেই নয়া সদস্য বলে পরিচয় করিয়ে দিয়েছেন সকলের সঙ্গে। ছবি: ইনস্টাগ্রাম।
*এ দিন গাড়ি কেনার পরে কেক কেটে সেই আনন্দ উদযাপন করতেও দেখা গিয়েছে শ্রাবন্তীকে। গাড়ির শো-রুমেই কেক কেটেছেন নায়িকা। তারপর নতুন সদস্যকে নিয়ে বাড়ি ফিরেছেন। ছবি: ইনস্টাগ্রাম।