ওর জন্য কাজ হারিয়েছি! জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা নোরার, ঘনিয়ে উঠছে সুকেশ-কাণ্ড
- Published by:Teesta Barman
Last Updated:
সোমবার দিল্লির এক আদালত অভিনেতা জ্যাকলিন এবং 'কনম্যান' সুকেশের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলার শুনানি এক সপ্তাহের জন্য স্থগিত করেছে।
#মুম্বই: জ্যাকলিন ফার্নান্ডেজের বিরুদ্ধে মানহানির মামলা করলেন নোরা ফতেহি। ঘনিয়ে উঠছে সুকেশ চন্দ্রশেখরের আর্থিক প্রতারণা মামলা। জ্যাকলিনের বিরুদ্ধে মানহানিকর, আপত্তিকর কাজকর্মের অভিযোগ তুলেছেন নোরা। তা ছাড়া জ্যাকলিনের জন্য তিনি কাজও হারিয়েছেন বলেও দাবি করেছেন। এই দুই বলিউড নায়িকাই সুকেশের সঙ্গে সম্পর্কিত ছিলেন বলে অভিযোগ তুলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। একাধিক বার কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে হয়েছে দু'জনকেই।
জ্যাকলিনকে আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত হিসেবে চিহ্নিত করলেও ইডি এখনও পর্যন্ত নোরাকে সাক্ষী হিসেবে দেখছে বলেই জানা গিয়েছে। নোরা দিল্লির পাতিয়ালা আদালতে মামলা দায়ের করেছেন। নায়িকা দাবি করেছেন, 'তাঁর নাম, তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। যেখানে তিনি নিজে ইন্ডাস্ট্রির সমস্ত সহকর্মীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেন।'
advertisement
advertisement
সোমবার দিল্লির এক আদালত অভিনেতা জ্যাকলিন এবং 'কনম্যান' সুকেশের বিরুদ্ধে ২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলার শুনানি এক সপ্তাহের জন্য স্থগিত করেছে। ২০ ডিসেম্বর এই মামলায় ফের শুনানি।
গত ১৫ নভেম্বর অভিনেত্রীকে জামিন দেওয়া হয়েছিল। বিশেষ বিচারক শৈলেন্দ্র মালিকের নির্দেশ, আদালতের অনুমতি ছাড়া তিনি দেশ ছেড়ে যাবেন না, এই শর্ত এবং ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাঁকে এই জামিন মঞ্জুর করা হয়। এছাড়া নির্দেশ দেওয়া হয়, তিনি যেন ইডির তদন্তে সহযোগিতা করেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 12, 2022 7:12 PM IST