একে অপরের গালে চুমুর বৃষ্টি মিমি-শুভশ্রীর... টলিউডের 'দীপিকা' সম্বোধন! মিলিয়ন মিলিয়ন ভিউ... নতুন জুটি' 'মিশু'

Last Updated:

কে বলেছে নায়িকারা একে-অপরের বন্ধু হতে পারে না। একজন টলিউডের দীপিকা পাড়ুকোন তো অন্যজন লেডি সুপারস্টার। একে অপরের প্রশংসায় পঞ্চমুখ মিমি-শুভশ্রী।

News18
News18
দেব-শুভশ্রী ঝড়ের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নিলেন মিমি-শুভশ্রী। দীপিকা পাড়ুকোনের সঙ্গে মিমির তুলনা করলেন শুভশ্রী। মিমি বললেন, ‘লেডি সুপারস্টার’। কে বলেছে নায়িকারা একে-অপরের বন্ধু হতে পারে না? একজন ‘টলিউডের দীপিকা পাড়ুকোন’ তো অন্যজন ‘লেডি সুপারস্টার’। একে অপরের প্রশংসায় পঞ্চমুখ মিমি-শুভশ্রী। আর সেই ভিডিওতে মুহূর্তের মধ্যে মিলিয়ন ভিউ।
advertisement
advertisement
একসঙ্গে কোনও ছবিতে কাজ করেননি মিমি ও শুভশ্রী। তবে তাঁদের পারস্পরিক সৌজন্য ছিল। মিমির ‘দুষ্টু কোকিল’ গানে নেচেছেন শুভশ্রী। দর্শকাসনের সামনের সারিতে বসে উপভোগ করেছেন মিমি। শুভশ্রীর সন্তানের জন্য উপহার পাঠিয়েছেন নায়িকা। এ বার আলোচ্য সেই রিল। ভিডিওতে শুভশ্রী প্রথমে বলছেন, ‘বলিউডের যদি দীপিকা পাডুকোন থাকে বাংলায় আছে মিমি!’ মিমি বলেন, ‘লেডি সুপারস্টার…’ তারপরেই একে অপরকে চুমু, গালে গাল লাগিয়ে পাউট করলেন দুই তারকা।
advertisement
ভিডিয়োটি ভাগ করে নিয়ে দুই নায়িকা লিখেছেন, “এই বছরের সেরা যুগলবন্দি।” ভক্তকূল একসঙ্গে দুই নায়িকাকে কোনও ছবিতে দেখার অপেক্ষা করছেন। এর আগে একফ্রেমে পাওয়া যায়নি তাঁদের। প্রসঙ্গত এবার পুজোয় মুক্তি পাচ্ছে ‘রক্তবীজ ২’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মিমির বিকিনি লুক দেখে মানুষ কুপোকাত। আবার ‘ধূমকেতু’র পরে শুভশ্রীর ভক্তের সংখ্যা যেন আরও বেড়ে গিয়েছে। মোট কথা, দুই নায়িকাই টলিউড কাঁপাচ্ছেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
একে অপরের গালে চুমুর বৃষ্টি মিমি-শুভশ্রীর... টলিউডের 'দীপিকা' সম্বোধন! মিলিয়ন মিলিয়ন ভিউ... নতুন জুটি' 'মিশু'
Next Article
advertisement
Jemimah Rodrigues: ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’ ফাইনালে উঠে আবেগ্রপ্রবণ জেমাইমা
‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি, স্বপ্নের মতো মনে হচ্ছে...!’: জেমাইমা
  • ‘এই সফরে আমি প্রায় প্রতিদিনই কেঁদেছি’

  • স্বপ্নের মতো মনে হচ্ছে...

  • অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে ওঠার পর আবেগপ্রবণ জেমাইমা

VIEW MORE
advertisement
advertisement