Taarak Mehta Ka Ooltah Chashmah: অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগ! 'তারক মেহতা...'র প্রযোজকে বিরুদ্ধে এফআইআর

Last Updated:

Taarak Mehta Ka Ooltah Chashmah: শুধু অসিতই নন, ধারাবাহিকের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ধারাবাহিকে মিসেস রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করা জেনিফার।

কলকাতা: দীর্ঘ ১৫ বছর ধরে দর্শককে বিনোদন জুগিয়েছে ‘তারক মেহতা কা উল্টা চশমা’। এ বার সেই ধারাবাহিককে ঘিরেই বিতর্কের ঝড়। ধারাবাহিকের প্রযোজক অসিত মোদীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলেন সেই ধারাবাহিকেরই অভিনেত্রী জেনিফার মিস্ত্রি বনসিওয়াল।
জেনিফারের অভিযোগের ভিত্তিতে অসিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ ও ৫০৯ ধারায় এফআইআর দায়ের হয়েছে। শুধু অসিতই নন, ধারাবাহিকের সঙ্গে যুক্ত আরও দুই ব্যক্তির বিরুদ্ধেও অভিযোগ এনেছেন ধারাবাহিকে মিসেস রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করা জেনিফার। ধারাবাহিকের অপারেশন হেড সোহেল রামানি ও এক্সিকিউটিভ প্রোডিউসার যতীন বাজাজের বিরুদ্ধেও এফআইআর দায়ের হয়েছে।
advertisement
advertisement
নিজের বিরুদ্ধে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অসিত। প্রযোজকের দাবি, জেনিফার তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন। অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
অন্য দিকে সোহেল এবং যতীন একটি বিবৃতি জারি করে জানিয়েছেন, জেনিফার সেটে সকলের সঙ্গে খারাপ আচরণ করতেন। সেটের অনেক জিনিসও নাকি তাঁর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরেই নাকি অভিনেত্রীকে ধারাবাহিক থেকে বাদ দিয়ে দেওয়া হয়। সেই কারণেই নাকি তাঁদের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই তাঁরা জেনিফারের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Taarak Mehta Ka Ooltah Chashmah: অভিনেত্রীর যৌন হেনস্থার অভিযোগ! 'তারক মেহতা...'র প্রযোজকে বিরুদ্ধে এফআইআর
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement