Actress turned into an IAS Officer: অভিনয়ের সঙ্গেই পড়াশোনা! সেদিনের অভিনেত্রী আজ ব্যস্ত আইএএস অফিসার

Last Updated:

Actress turned into an IAS Officer: তিনি অভিনয়ের কেরিয়ারকে ছেড়ে এসে আইএএস অফিসার হয়েছেন

শিশুশিল্পী হিসেবে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি
শিশুশিল্পী হিসেবে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি
সিনেমা, টেলিভিশনে অভিনেতা অভিনেত্রীদের আইএএস অফিসার হওয়া অভিনব কিছু নয়। কিন্তু যদি উল্টোটা হয়? অর্থাৎ যদি পর্দার তারকা বাস্তবে আইএএস অফিসার হন? সেই উলটপুরাণকেই সত্যি বলে প্রমাণ করেছেন এইচ এস কীর্তনা৷ তিনি অভিনয়ের কেরিয়ারকে ছেড়ে এসে আইএএস অফিসার হয়েছেন৷
ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইএএস হওয়া যথেষ্ট কঠিন৷ সেই চ্যালেঞ্জটাই বাস্তবে পরিণত করেছেন কীর্তনা৷ এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তিনি নির্দ্বিধায় ত্যাগ করেছেন শিল্পীর কেরিয়ার৷ শিশুশিল্পী হিসেবে একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি৷ ‘কারপুরাডা গোম্বে’, ‘গঙ্গা যমুনা’, ‘মুড্ডিনা আলিয়া’, ‘উপেন্দ্র’, ‘কন্নুর হেগ্গাদাতি’, ‘লেডি কমিশনার’-সহ একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে৷
advertisement
advertisement
পরবর্তী জীবনে অভিনয় পেশায় থাকতে চাননি কীর্তনা৷ ইউপিএসসি পরীক্ষায় প্রথম বারই উত্তীর্ণ হতে পারেননি৷ পঞ্চম বারের পরীক্ষাতেও ব্যর্থ হন তিনি৷ ষষ্ঠ বারের প্রয়াসে স্বপ্ন পূর্ণ হল৷ মেধাতালিকায় স্থান হল ১৬৭৷ এখন তিনি কর্নাটকের মাণ্ড্য জেলার অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদে কর্মরত৷ তাঁর যাত্রাপথ আরও রোমাঞ্চকর, কারণ অভিনয় এবং পড়াশোনার মধ্যে ভারসাম্য রাখতে হয়েছে৷ ‘গঙ্গা যমুনা’, ‘কারপুরাডা গোম্বে’, ‘মুডিনা আলিয়া’-সহ একাধিক জনপ্রিয় শোয়ে অভিনয়ের পাশাপাশি তিনি আইএএস অফিসার হওয়ার প্রস্তুতি নেন৷
advertisement
কীর্তনা প্রমাণ করেছেন স্বপ্ন পূরণের ইচ্ছে থাকলে উপায়ের অভাব হয় না৷ যাঁরা ইউপিএসসি পরীক্ষায় সফল হতে চান, তাঁদের কাছে নিজের যাত্রাপথ উদাহরণস্বরূপ তুলে ধরতে চান এই তরুণী৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Actress turned into an IAS Officer: অভিনয়ের সঙ্গেই পড়াশোনা! সেদিনের অভিনেত্রী আজ ব্যস্ত আইএএস অফিসার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement