কবে বিয়ে হল অমৃতার? পাত্রই বা কে? নববধূর সাজে অমৃতার ছবি দেখে কানাঘুষো টলিউডে
- Published by:Pooja Basu
- Reported by:Manash Basak
Last Updated:
ভিডিওটিতে ফুটে উঠেছে এক নবদম্পতির স্নিগ্ধ প্রেমকাহিনি, যা পুজোর উচ্ছ্বাসে এক নতুন মাত্রা যোগ করেছে। এখানে কনের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়, যিনি ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়েছেন।
কলকাতা: একি কনের সাজে অমৃতা চট্টোপাধ্যায় ? কবে চার হাত এক হল অমৃতার? পাত্রই বা কে? সোশ্যাল মিডিয়ায় অমৃতার ব্রাইডাল সাজ দেখে নানা কানাঘুষো। আসলে সত্যিটা হল মিউজিক ভিডিও “আমি আসবো সানন্দে”আসতে চলেছে খুব শিগগির। ভিডিওটিতে ফুটে উঠেছে এক নবদম্পতির স্নিগ্ধ প্রেমকাহিনি, যা পুজোর উচ্ছ্বাসে এক নতুন মাত্রা যোগ করেছে। এখানে কনের ভূমিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়, যিনি ঐতিহ্যবাহী বাঙালি সাজে ধরা দিয়েছেন। বরের চরিত্রে দেখা যাবে অভিনেতা অর্ক ভট্টাচার্যকে এবং মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন অভিজ্ঞান মুখোপাধ্যায়। গানটির গীতিকার ও সুরকার সুমন চট্টোপাধ্যায়। গানটি গেয়েছেন কৌশ্তভ শর্মা। চিত্রগ্রাহক হিসেবে রয়েছেন আদিত্য পাল, পোশাকের দায়িত্ব সামলেছেন শুভদীপ মিত্র এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করেছেন দেবদত্ত ঘোষ। আসন্ন দুর্গাপূজাতেই এই গানের ভিডিওটি দেখা যাবে।
ভিডিওটির অভিনেত্রী অমৃতা জানিয়েছেন,”গানের কথাগুলো ভীষণ সুন্দর এবং দারুণ কম্পোজিশনের অভিজ্ঞানের সঙ্গে আমার আগেও পরিচয় ছিল৷ একসঙ্গে কাজ করে খুব ভাল লাগলো,আমরা একটা ছোট্ট ইউনিট নিয়ে কাজ করেছি৷ কাজের অভিজ্ঞতা ছিল ভীষণ সুন্দর৷ আমার সহ অভিনেতা ছিল অর্ক৷ ওর সঙ্গে এর আগেও আমি একটা ওয়েব সিরিজ করেছি.আমরা সাবেকি বাড়িতে শুট করেছি ,যেখানে ঠাকুর তৈরি হচ্ছিল ৷ উত্তর কলকাতার অলিতে গলিতে যেখানে নস্টালজিয়া আছে, সেটা গানের মধ্যেও আছে ,তাই জন্যেই প্রজেক্টটা আরো বেশি করে করা৷ আশা করি পুজোর সময় এই গানটা যখন মানুষের কাছে পৌঁছবে,তখন সকলের খুব ভালো লাগবে৷“
advertisement
advertisement
কাজের অভিজ্ঞতা সম্পর্কে অর্ক জানিয়েছেন, “এই গানটি শোনার পর আমি এতে অভিনয়ের সুযোগ হাতছাড়া করতে চাইনি। পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায় গানটিকে নিখুঁত আকারে গড়ে তুলেছেন। অনেকদিন ধরেই আমি তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছিলাম। অমৃতার সঙ্গে এটি আমার দ্বিতীয় প্রজেক্ট। সব সময়ের মতোই তাঁর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা অসাধারণ ছিল। আমি পুরোপুরি আশাবাদী যে দর্শকরা গানটিকে ভীষণভাবে পছন্দ করবেন।”
advertisement
পরিচালক অভিজ্ঞান মুখোপাধ্যায় জানিয়েছেন, ”সুমন দার সুর করা গানটি শুনেই আমি প্রথম মুহূর্তে মুগ্ধ হয়ে যাই এবং মনে হয়েছিল একটি মধুর দাম্পত্য প্রেমের গল্প তুলে ধরা যায়—যা উত্তর কলকাতার সৌন্দর্য, তার অলিগলি, ঐতিহ্যবাহী বাড়ি এবং দুর্গাপুজোর আবহকে আরও উজ্জ্বল করে তুলবে। অর্ক ও অমৃতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ছিল সত্যিই আনন্দের। তাঁদের অসাধারণ অনস্ক্রিন কেমিস্ট্রি এই গল্পটিকে জীবন্ত করে তুলেছে।আমার ডান হাত ও বাঁ হাত—সহকারী পরিচালক দেবদত্ত ঘোষ এবং শুভদীপ মিত্র—তাঁদের ছাড়া এই শুট এত মসৃণভাবে সম্পন্ন হতো না। আর এই ভিডিও প্রযোজনা করার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই বিবেককে।”
Location :
Kolkata,West Bengal
First Published :
September 07, 2025 8:10 AM IST