Vicky Kaushal-Katrina Kaif: ‘ও যেন দৈত্যের মতো...’, সুন্দরী নায়িকাকে নিয়ে কেন এমন কথা বললেন স্বামী ভিকি?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
সম্প্রতি এক সাক্ষাত্কারে স্ত্রীকে ‘দৈত্য’ বলে বসলেন ভিকি, কিন্তু কেন?
বলিপাড়ার অন্যতম সেরা দম্পতি নি:সন্দেহে ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। তাঁদের জীবনযাপনের অনেক খুঁটিনাটি মুহূর্তই তাঁরা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে স্ত্রীকে ‘দৈত্য’ বলে বসলেন ভিকি, কিন্তু কেন?
সাক্ষাত্কারে ভিকিকে জিজ্ঞেস করা হয়, তাঁর এবং ক্যাটরিনার মধ্যে কে বেশি অলস। উত্তরে ভিকি বলেন তিনিই বেশি অলস। তবে ক্যাটরিনাকে শৃঙ্খলার ব্যাপারে রীতিমতো ‘দৈত্য’ বলে বসেন ‘দ্য গ্রেট ইন্ডিয়ান ড্রামা’ খ্যাত অভিনেতা।
advertisement
advertisement
ভিকির কথায়,‘‘আমরা দুজনেই যখন বাড়িতে থাকি তখন দুজনেই প্রচণ্ড অলস। এটা খুবই সুন্দর। খানিকটা যেন মনে হয় দুই অলস ব্যক্তির পার্টি। তবে নিয়মানুবর্তিতার ব্যাপারে ক্যাটরিনা একবারে দৈত্যের মতো।’’
ভিকি কৌশল আরও জানালেন ক্যাটরিনা কাইফকে কিছু জিনিসের ক্ষেত্রে খুশি করা খুব কঠিন। ‘‘ও (ক্যাটরিনা) কিছু কিছু বিষয়ে ভীষণ খুঁতখুতে। নিজের খাওয়া দাওয়া থেকে জামাকাপড়, এরকম বেশ কিছু ক্ষেত্রে ও প্রচণ্ড খুঁতখুঁতে। জামাকাপড়ের ক্ষেত্রে আবার ও অনেকসময় বেশ সহজে মেনে নেয়। তবে ও কিছুক্ষেত্রে ভীষণ জটিল।’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 01, 2023 6:08 PM IST

