Soham-Dev: সোহমের পাশে নেই বন্ধু দেব! বিধায়কের আচরণে ক্ষুব্ধ সাংসদ-অভিনেতা কী বললেন?

Last Updated:

Soham-Dev: অভিনেতা-বিধায়ক সোহমকে নিয়ে কড়া সমালোচনা করলেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু, দলের সতীর্থ সুপারস্টার দেব। রেস্তরাঁ-কাণ্ডে সোহমের পাশে দাঁড়ালেন না অভিনেতা-সাংসদ।

সোহমকে নিয়ে দেবের মন্তব্য
সোহমকে নিয়ে দেবের মন্তব্য
ঘাটাল: এবার অভিনেতা-বিধায়ক সোহমকে নিয়ে কড়া সমালোচনা করলেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু, দলের সতীর্থ সুপারস্টার দেব। রেস্তরাঁ-কাণ্ডে সোহমের পাশে দাঁড়ালেন না অভিনেতা-সাংসদ। সপাটে জানিয়ে দিলেন, এই ঘটনার সমর্থন করেন না।
নিউজ18 বাংলাকে দেব বললেন, ‘‘সোহম একজন সেলিব্রিটি এবং অবশ্যই একজন জনপ্রতিনিধি। আর তাই তাঁর অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত। তাঁর কাছ থেকে এই ধরনের আচরণ কখনওই কাম্য নয়। এছাড়াও দিনের শেষে তিনি একজন মানুষ এবং কোনও মানুষেরই অন্য কারও প্রতি এরকম আচরণ আমি সমর্থন করি না।’’ সোহম ঘনিষ্ঠ বন্ধু হলেও তাঁকে সমর্থন করেন না দেব। সে কথা জানিয়ে দিলেন স্পষ্ট।
advertisement
অভিনেতা এবং সাংসদ হিসেবে দেব বরাবরই মানুষের পাশে দাঁড়িয়েছেন। এবার লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে প্রায় ১ লাখ ৮৩ হাজার ভোটে জিতেছেন তৃণমূলের হয়ে। রবিবার তিনি ঘাটালের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করেন। দেব ঘোষণা করেছেন, নোটা বাদে যত ভোট, দল নির্বিশেষে মানুষ ঘাটাল কেন্দ্রে দিয়েছেন। আগামী পাঁচ বছর ধরে ততগুলো গাছ ঘাটালে তিনি লাগাবেন।
advertisement
advertisement
সোহম এবং দেবের সম্পর্ক বরাবরই ভাল। কিছুদিন আগেই প্রধান ছবিতে দু’জন একসঙ্গে কাজ করেছেন। দু’জন একই রাজনৈতিক দলের কর্মী। তবে সম্প্রতি সোহম শ্যুটিং চলাকালীন নিউটাউনের রেস্তরাঁয় যে কাণ্ড ঘটিয়েছেন, সেটা ভাল চোখে দেখছেন না দেব। সোহমের এই আচরণের সমালোচনা করলেন প্রকাশ্যে।
advertisement
ঠিক কী ঘটেছিল? জানা যায়, যে রেস্তরাঁর সামনে সোহমের গাড়িটি রাখা ছিল, সেই রেস্টুরেন্টের মালিক এসে গাড়িটা সরাতে বলেন৷ তা নিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়, এবং নিরাপত্তারক্ষীরা জানান এটি বিধায়ক সোহম চক্রবর্তীর গাড়ি৷
এরপর সোহম নীচে নেমে এসে রেস্তরাঁর মালিককে মারধর করেন৷ শুধু তা-ই নয়, মালিককে মারধর করার কথাও স্বীকার করে নিয়েছেন সোহম৷ তাঁর অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করাতেই নাকি গায়ে হাত তুলতে বাধ্য হন। যদিও মালিক সে কথা সম্পূর্ণ অস্বীকার করেন।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Soham-Dev: সোহমের পাশে নেই বন্ধু দেব! বিধায়কের আচরণে ক্ষুব্ধ সাংসদ-অভিনেতা কী বললেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement