Soham Chakraborty: প্রকাশ্যে সিসিটিভি ফুটেজ, রেস্তোরাঁ কাণ্ডে বেকায়দায় সোহম! চাপে পড়ে ক্ষমা চাইলেন বিধায়ক
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rounak Dutta Chowdhury
Last Updated:
Soham Chakraborty: শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, এটা ঠিক একজন জনপ্রতিনিধি হিসেবে এভাবে মেজাজ হারানো উচিত হয়নি আমার। বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেওয়াই উচিত ছিল।
কলকাতা: টলিউড অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীকে নিয়ে তোলপাড় কাণ্ড৷ শুক্রবার রাতে নিউটাউনের সাপুরজি এলাকার একটি রেস্টুরেন্টে শুটিং করছিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী। শ্যুটিং চলাকালীন আচমকাই বচসায় জড়িয়ে পড়েন অভিনেতা৷ ইতিমধ্যেই তা নিয়ে বিরাট জলঘোলা শুরু হয়েছে৷
ঠিক কী ঘটেছে? জানা যায়, যে রেস্তোরাঁর সামনে সোহমের গাড়িটি রাখা ছিল, সেই রেস্টুরেন্টের মালিক এসে গাড়িটা সরাতে বলে৷ তা নিয়ে অভিনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়, এবং নিরাপত্তারক্ষীরা জানায় এটি বিধায়ক সোহম চক্রবর্তীর গাড়ি৷
advertisement
advertisement
অভিযোগ শুনে তখন মালিক বলে কে এম এল ওসব জানি না গাড়ি সরাতে হবে, তারপরই নিরাপত্তা রক্ষীদের সঙ্গে ঝামেলা শুরু হয়, চিৎকার চেঁচামেচি দেখে সোহম নিচে নেমে আসে৷ এবং রেস্তোরাঁর মালিককে মারধর করে৷ শুধু তাই নয়, মালিককে মারার কথাও স্বীকার করে নিয়েছেন সোহম৷ সোহমের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর নামে গালাগালি করছিল সেই কারণে আমি মেরেছি।
advertisement
তবে পুরো ঘটনাটির সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে৷ শনিবার দুপুরে ক্ষমা চেয়ে সোহম বলেন, এটা ঠিক একজন জনপ্রতিনিধি হিসেবে এভাবে মেজাজ হারানো উচিত হয়নি আমার। বিষয়টা প্রশাসনের হাতে ছেড়ে দেওয়াই উচিত ছিল৷ আমি ক্ষমাপ্রার্থী কখনওই এটা উচিত হয়নি হয়তো একজন দায়িত্বশীল নাগরিক হওয়ার দরুন। কিন্তু অন্যদিকেও রাজনৈতিক বিষয় না হওয়া সত্ত্বেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেয়, তখনই আমি মেরেছি।
advertisement
সোহম আরও বলেন, পরে বুঝতে পেরেছি এটা করা উচিত হয়নি, আমার ভুল হয়েছে। যতদূর জানি অন ডিউটি পুলিশ অফিসারের গায়ে হাত তোলা যায় না। কিন্তু তাদেরকেও ধাক্কা মারা হয়, গালিগালাজ করা হয়। এখনও পর্যন্ত আমি কোনওরকম অভিযোগ করিনি৷ তবে মেজাজ হারিয়েই তিনি এমন ঘটনা ঘটিয়ে ফেলেছেন বলে দাবি করেছেন৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 08, 2024 3:59 PM IST