বোনেদের পাশে দাঁড়ানোর সময় এটা, চণ্ডীগড়ে ছাত্রীদের ভিডিও ফাঁসের ঘটনায় সরব সোনু
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
সূত্রের দাবি, এই ঘটনার জেরে লজ্জা-অপমানে আট ছাত্রী আত্মহত্যা চেষ্টা করেন হস্টেলে। ওই আট ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।
#চণ্ডীগড়: ৬০ মহিলা সহপাঠীদের স্নানের ভিডিও মোবাইলে তুলে গ্রেফতার চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়েরই আর এক ছাত্রী। শুধু তাই নয়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরালও করা হয় তাঁর এক বন্ধুর মাধ্যমে। এমনই চাঞ্চল্যকর অভিযোগে আপাতত তোলপাড় দেশ।
সেই ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হলেন মানবদরদী হিসেবে জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। ট্যুইট করেন, 'চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে এমন একটি ঘটনা ঘটেছে, যা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের বোনেদের পাশে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। দায়িত্ববান সমাজের উদাহরণ তৈরি করা উচিত। এই সময়টা আসলে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, যাঁরা এই ঘটনার শিকার, তাঁদের জন্য নয়। দায়িত্ববান হোন।' যে ৬০ ছাত্রীর ভিডিও লিক করার অভিযোগ উঠেছে, তাঁদের 'বোন' সম্বোধন করে পাশে ডাকলেন সোনু।
advertisement
Something that happened in Chandigarh University is very unfortunate. It’s time for us to stand with our sisters and set an example of a responsible society. These are testing times for us, not for the victims. Be responsible 🙏
— sonu sood (@SonuSood) September 18, 2022
advertisement
advertisement
চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে প্রতিবাদের আগুন জ্বলছে। ছাত্রীদের অভিযোগ, প্রথম থেকেই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের দাবি, কোনও ভিডিও লিক হয়নি। কিন্তু ছাত্রীরা যেহেতু কোনওভাবে শান্ত হচ্ছিলেন না তাই ক্যাম্পাসে ডেকে আনা হয় পুলিশকে।
আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৬০ ছাত্রীর স্নানের দৃশ্য ভিডিও করে সহপাঠী ছাত্রী, পোস্ট করে পুরুষ বন্ধু!
advertisement
শনিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েদের স্নানের ওই ভিডিও এক পুরুষ বন্ধুকে পাঠিয়েছিলেন অভিযুক্ত৷ সিমলার বাসিন্দা ওই তরুণই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত মেয়েটির বিরুদ্ধে গারুয়ান পুলিশ পোস্টে আইপিসি এবং আইটি আইনের ৩৫৪সি ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
advertisement
সূত্রের দাবি, এই ঘটনার জেরে লজ্জা-অপমানে আট ছাত্রী আত্মহত্যা চেষ্টা করেন হস্টেলে। ওই আট ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ আত্মহত্যার চেষ্টা করেননি। আন্দোলনের জেরে এক ছাত্রী জ্ঞান হারান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পঞ্জাবের শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, দোষীরা কড়া শাস্তি পাবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2022 11:16 AM IST