প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত 'সান্তা' মিমি চক্রবর্তীর

Last Updated:

সম্প্রতি, এক প্রতিবন্ধী তরুণকে সাহায্যের হাত বাড়িয়ে আবারও মন জয় করে নিলেন সকলের৷

#কলকাতা: বাংলার প্রথম সারির অভিনেত্রী তথা যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তীর সমাজসেবার কথা বারবার উঠে এসেছে৷ করোনা আবহে তিনি বাংলার সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন। সাংসদ-নায়িকার এই কাজের জন্য তিনি সকলের কাছেই প্রিয়৷ সম্প্রতি, এক প্রতিবন্ধী তরুণকে সাহায্যের হাত বাড়িয়ে আবারও মন জয় করে নিলেন সকলের৷
প্রসঙ্গত, অভিনেত্রীর একটি নতুন গানের টিজার মুক্তি পেয়েছে সোশ্যাল মিডিয়ায়৷ সেখানে তাঁর এক অনুরাগী কমেন্টে সাহায্যের আর্জি জানান। মিমির ওই পোস্টের কমেন্ট বক্সে লেখেন, “দিদি আমার প্রমাণ নেবেন। আমি একজন প্রতিবন্ধী। আমাকে সাহায্য করুন। আপনাদের কাছে আমি টাকা চাইছি না। তবে আমার পা আগুনে পুড়ে গিয়েছে। আমাকে একটু সাহায্য করুন দয়া করে।” সেই অনুরোধ চোখ এড়িয়ে যায়নি মিমির৷ তিনি আশ্বাস দেন যে, তিনি নিশ্চয়ই সাহায্য করবেন।
advertisement
তরুণের উদ্দেশ্যে মিমি লিখেছেন, “নিশ্চই করব। তোমাকে যোগাযোগ করার নম্বরটা আমাকে মেসেজ করে পাঠাও।” এই বিষয়টি তিনি নিজে ট্যুইট করে নন্দগোপাল নামে ওই তরুণকে আশ্বাস দেন। বলাবাহুল্য, এতে বেজায় খুশি নন্দগোপাল।
advertisement
advertisement
এর আগে ,আমফান ঝড়ে বিধ্বস্তদের পাশে দাঁড়ান মিমি। তিনি একজন পশুপ্রেমীও৷ লকডাউনে পথকুকুকরদের খাদ্যসংস্থান করেছেন৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন চা কাকু মৃদুলবাবু৷ তাঁকে নিয়ে হাসিঠাট্টায় মেতে উঠেছিল নেটদুনিয়া৷ কিন্তু মিমি চক্রবর্তী তাঁর আর্থিক অবস্থার কথা জানতে পেরে তাঁর পাশে দাঁড়ান৷ দান করেন অত্যাবশকীয় সামগ্রীও৷
এইরকমই দুস্থদের পাশে দাঁড়ানোর এরকম একাধিক উদাহরণ রয়েছে মিমির ক্ষেত্রে। রূপোলী পর্দার পাশাপাশি তিনি বারবারই তাঁর মানবিকতার পরিচয় দিয়েছেন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
প্রতিবন্ধী যুবকের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত 'সান্তা' মিমি চক্রবর্তীর
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement