Jugal Hansraj: পুরনো নস্টালজিয়া উসকে 'এই' রোমান্টিক গাইলেন যুগল হনরাজ, শুনুন

Last Updated:

Jugal Hansraj sings "Pyar Mein Hota Hai": তাঁর গলায় শুনুন সেই গান, পেয়ার মে হোতা হে ক্যায় জাদু... আপনিও শুনুন৷

#মুম্বই: বলিউডের সুপুরুষ হিরোদের মধ্যে যুগল হনসরাজের নাম তালিকার শুরুর দিকেই থাকবে৷ খুব বেশি ছবি তিনি করেননি৷ তবে কয়েকটি ছবির মাধ্যমেই তিনি ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন৷ শিশু শিল্পী হিসেবে তাঁকে প্রথম দেখা গিয়েছিল মাসুম ছবিতে৷ নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি অভিনীত বিখ্যাত ছবি মাসুমে যুগল ছিলেন বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে৷ তখন যুগলের বয়স ছিল মাত্র ৯ বছর বয়স৷ এরপর করমা, সুলতানত ছবিতেও শিশু শিল্পী হিসেবে কাজ করেন তিনি৷ তখন থেকেই সিনেপ্রেমীদের নজরে পড়ে যান যুগল৷
advertisement
এরপর যুগল ফিরে আসেন বলিউড হিরো হিসেবে৷ উর্মিলার বিপরীতে আ গলে লাগ জা, ময়ূরী কংগোর বিপরীতে পাপা কেহতে হেয় বেশ জনপ্রিয় হয়৷ সেই সময় বহু হিরোকেই টক্কর দিয়েছিলেন যুগল৷ সেই সময় বহু মহিলার মনে জায়গা করে নিয়েছিলেন যুগল৷ তাঁর ছবির গান, পেয়ার মে হোতা হেয় ক্যায় জাদু বা পেহলে পেয়ার কা পেহলা গম গানগুলি যেন এখনও হিট৷ এবার নিজের ছবি গান নিজেই গাইলেন যুগল৷ এখনও তাঁর রূপ নজরকাড়া৷ তাই তো তাঁকে দেখতে এখনও মুখিয়ে থাকেন তাঁর ভক্তকূল৷ কাহানি ২-তে শেষ দেখা গিয়েছিল তাঁকে৷ এবার তাঁকে দেখা যাবে শিব শাস্ত্রী বালবোয়া ছবিতে৷ তাঁর সঙ্গে রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা৷ ছবিটি পরিচালনা করেছেন অজয়ন ভেনুগোপালন৷
advertisement
advertisement
এরপর পাশাপাশি যুগল হনসরাজ বই লিখেছেন৷ তাঁর দ্বিতীয় বই কাওয়ার্ড অ্যান্ড দা সোয়ার্ড যুবসম্প্রদায়কে অনুপ্ররণায় জোগায়৷ অভিনেতা-লেখকের পাশাপাশি তিনি পরিচালনার কাজও করেছেন৷ এখনও তাঁর ফ্যান ফলোয়ার অনেক৷ তাই তো নিজের ছবির গান গেয়ে ফের ভাইরাল হলেন যুগল৷  তাঁর গলায় শুনুন সেই গান, পেয়ার মে হোতা হে ক্যায় জাদু... আপনিও শুনুন৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jugal Hansraj: পুরনো নস্টালজিয়া উসকে 'এই' রোমান্টিক গাইলেন যুগল হনরাজ, শুনুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement