#মুম্বই: বলিউডের সুপুরুষ হিরোদের মধ্যে যুগল হনসরাজের নাম তালিকার শুরুর দিকেই থাকবে৷ খুব বেশি ছবি তিনি করেননি৷ তবে কয়েকটি ছবির মাধ্যমেই তিনি ভক্তদের মনে জায়গা করে নিয়েছিলেন৷ শিশু শিল্পী হিসেবে তাঁকে প্রথম দেখা গিয়েছিল মাসুম ছবিতে৷ নাসিরুদ্দিন শাহ, শাবানা আজমি অভিনীত বিখ্যাত ছবি মাসুমে যুগল ছিলেন বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে৷ তখন যুগলের বয়স ছিল মাত্র ৯ বছর বয়স৷ এরপর করমা, সুলতানত ছবিতেও শিশু শিল্পী হিসেবে কাজ করেন তিনি৷ তখন থেকেই সিনেপ্রেমীদের নজরে পড়ে যান যুগল৷
আরও পড়ুন Mouni Roy on Marriage: বিয়ের তিন মাসেই কী হল মৌনি রায়ের? ভিডিওতে যা বললেন...
এরপর যুগল ফিরে আসেন বলিউড হিরো হিসেবে৷ উর্মিলার বিপরীতে আ গলে লাগ জা, ময়ূরী কংগোর বিপরীতে পাপা কেহতে হেয় বেশ জনপ্রিয় হয়৷ সেই সময় বহু হিরোকেই টক্কর দিয়েছিলেন যুগল৷ সেই সময় বহু মহিলার মনে জায়গা করে নিয়েছিলেন যুগল৷ তাঁর ছবির গান, পেয়ার মে হোতা হেয় ক্যায় জাদু বা পেহলে পেয়ার কা পেহলা গম গানগুলি যেন এখনও হিট৷ এবার নিজের ছবি গান নিজেই গাইলেন যুগল৷ এখনও তাঁর রূপ নজরকাড়া৷ তাই তো তাঁকে দেখতে এখনও মুখিয়ে থাকেন তাঁর ভক্তকূল৷ কাহানি ২-তে শেষ দেখা গিয়েছিল তাঁকে৷ এবার তাঁকে দেখা যাবে শিব শাস্ত্রী বালবোয়া ছবিতে৷ তাঁর সঙ্গে রয়েছেন অনুপম খের, নীনা গুপ্তা৷ ছবিটি পরিচালনা করেছেন অজয়ন ভেনুগোপালন৷
View this post on Instagram
এরপর পাশাপাশি যুগল হনসরাজ বই লিখেছেন৷ তাঁর দ্বিতীয় বই কাওয়ার্ড অ্যান্ড দা সোয়ার্ড যুবসম্প্রদায়কে অনুপ্ররণায় জোগায়৷ অভিনেতা-লেখকের পাশাপাশি তিনি পরিচালনার কাজও করেছেন৷ এখনও তাঁর ফ্যান ফলোয়ার অনেক৷ তাই তো নিজের ছবির গান গেয়ে ফের ভাইরাল হলেন যুগল৷ তাঁর গলায় শুনুন সেই গান, পেয়ার মে হোতা হে ক্যায় জাদু... আপনিও শুনুন৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Jugal Hansraj, Pyar Mein Hota