ধর্মেন্দ্রর বাড়ির সামনে এসেছিল অ্যাম্বুল্যান্স! তারকাদের আনাগোনা,বাড়ছিল উদ্বেগ! প্রকাশ্যে শেষ মুহূর্তের ভিডিও
- Published by:Tias Banerjee
Last Updated:
ধর্মেন্দ্রর অসুস্থতা নিয়ে উদ্বেগ, বাড়িতে অ্যাম্বুল্যান্স ও সেলেবদের যাতায়াত। হেমা মালিনী ও ঈশা দেওল ভুয়ো মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ করেন। পরিবারের গোপনীয়তার আর্জি। যদিও প্রকাশ্যে দুঃসংবাদ। প্রয়াত ধর্মেন্দ্র।
প্রয়াত ধর্মেন্দ্র। কিছু দিন আগেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। বাঁচার আশা ছিল ক্ষীণ। তার পরেও তিনি ভক্তদের প্রার্থনার জোরে সুস্থ হয়ে ঘরে ফেরেন। স্ত্রী হেমামালিনী চেয়েছেন ধর্মেন্দ্রর এবারের জন্মদিন ঘটা করে পালন করতে। ৮ ডিসেম্বর ৯০ বছর বয়স হত। এর মাঝেই অভিনেতা ধর্মেন্দ্রর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা ফের বাড়ে। সোমবার তাঁর বাড়িতে অ্যাম্বুল্যান্স পৌঁছনোর পর থেকেই নিরাপত্তা আরও কড়া করা হয়েছিল। তার পরেই খবর আসে, অভিনেতা আর নেই।
সকাল থেকেই তারকাদের আনাগোনা দেখা যাচ্ছিল ধর্মেন্দ্রর বাড়িতে। এর পর অ্যাম্বুলেন্সটিকে বেরিয়ে যেতে দেখা যায় শ্মশানের দিকে। শোক প্রকাশ করে মৃত্যুর খবরে সিলমোহর দেন প্রযোজক অভিনেতা করণ জোহর। ১০ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে। দু’দিন তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়। পরে ১২ নভেম্বর তাঁকে ছাড়া হয়। ডিসচার্জের পর হেমা মালিনী সাংবাদিক সুভাষ কে. ঝাকে বলেন, “এই সময়টা আমার কাছে মোটেই সহজ ছিল না। ধরমজির শারীরিক অবস্থা আমাদের জন্যে বড় উদ্বেগের। ওঁদের সন্তানরাও সারারাত জেগে ছিল। আমি দুর্বল হতে পারি না, অনেক দায়িত্ব আছে, তবে হ্যাঁ—ও বাড়ি ফিরেছে, এটা ভেবে স্বস্তি লাগছে। এখন ও নিজের লোকেদের মাঝেই থাকুক। বাকিটা ভগবানের হাতে। আমাদের জন্যে প্রার্থনা করবেন।”
advertisement
এর পর ২৪ নভেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ধর্মেন্দ্র। মৃত্যুর সময়ে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।
advertisement
#WATCH | Maharashtra: Celebrities have started arriving at the residence of veteran actor Dharmendra in Mumbai. An official statement on his health is awaited. pic.twitter.com/uJPe4Koi1t
— ANI (@ANI) November 24, 2025
advertisement
advertisement
এর আগে অভিনেতার মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়াতে মিডিয়ার প্রতি ক্ষোভ উগরে দেন সানি দেওল। folded hands করে তিনি বলেন— “আপনাদেরও তো বাড়িতে মা-বাবা, সন্তান আছে… লজ্জা করে না?” এ সময় তিনি কয়েকটি কঠোর শব্দও ব্যবহার করেন।
ধর্মেন্দ্রর ডিসচার্জের পর চিকিৎসক ড. প্রতীত সামদানি জানান, গত কয়েক সপ্তাহ ধরে অভিনেতা বারবার ভর্তি হচ্ছিলেন এবং কিছুদিন পর পর বাড়ি ফিরছিলেন।
advertisement
ডিসচার্জের পর পরিবারের ছিল গোপনীয়তা বজায় রাখার আর্জি
পরিবারের বিবৃতি ছিল—
“ধর্মেন্দ্রজি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়িতেই বিশ্রাম নেবেন। এই সময় কোনও রকম গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। তাঁর এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান জানান। তাঁর সুস্থতা কামনায় যাঁরা প্রার্থনা করেছেন, তাঁদের সবাইকে ধন্যবাদ। ধর্মেন্দ্রজি আপনাদের অনেক ভালবাসেন, তাই দয়া করে তাঁকে সম্মান দিন।”
advertisement
মৃত্যুর ভুয়ো খবর ছড়ানোয় পরিবারের ক্ষোভ
১১ নভেম্বর সকালে অভিনেতার মৃত্যু নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে পড়লে, তাঁর মেয়ে ঈশা দেওল ও স্ত্রী হেমা মালিনী তীব্র অসন্তোষ প্রকাশ করেন। সে কারণে ২৪ নভেম্বর সোমবার অভিনেতার মৃত্যু নিশ্চিত হওয়ার পরে একটু দেরিতে খবর প্রকাশ্যে আনা হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Mumbai,Maharashtra
First Published :
November 24, 2025 2:34 PM IST

