Oindrila Sen's Birthday Viral Video|| বেডরুমে 'বার্থ ডে গার্ল' ঐন্দ্রিলাকে জাপটে তুমুল 'আদর' অঙ্কুশের, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Ankush Hazra wishes on lover Oindrila Sen's Birthday, Viral Video: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen Birthday) আজ জন্মদিন। প্রেমিকার জন্মদিন, আর স্পেশ্যাল কিছু হবে না? তাই মাঝরাতে বেডরুমে আদরে-সোহাগে-চুমুতে ঐন্দ্রিলাকে ভরিয়ে দেন অঙ্কুশ (Ankush Hazra)।
#কলকাতা: টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐন্দ্রিলা সেনের (Oindrila Sen Birthday) আজ জন্মদিন। প্রেমিকার জন্মদিন, আর স্পেশ্যাল কিছু হবে না? তাই মাঝরাতে বেডরুমে আদরে-সোহাগে-চুমুতে ঐন্দ্রিলাকে ভরিয়ে দেন অঙ্কুশ (Ankush Hazra)। সেই ভিডিও শেয়ারও করেন সোশ্যাল মিডিয়ায়। তারপর তা ভাইরাল (Viral Video) হতে সময় নেয়নি। ভিডিওতে স্পষ্ট, জন্মদিনের শুরুতেই অঙ্কুশের আদরের চাপে একেবারে নাজেহাল 'বার্থ ডে গার্ল' ঐন্দ্রিলা। তবে ভিডিওটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
২৭ এ পা দিলেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। জন্মদিনের শুরুতেই ঐন্দ্রিলার নাজেহাল অবস্থা করেন অঙ্কুশ, তা দেখে অবাক নেটিজেনরা। বারোটা বাজার কয়েক ঘন্টা পরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রথমে ঐন্দ্রিলাকে জড়িয়ে ধরে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন অঙ্কুশ, যদিও সেখানে প্রথমে ঐন্দ্রিলার বদলে ইচ্ছে করেই অঙ্কুশ গোরিলা বলে ডাকেন, তা শুনেই বেজায় ক্ষেপে যান, পরে তা শুধরে নেন অঙ্কুশ (Ankush Hazra)।
advertisement
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: মুজিবে মুগ্ধ রহমান, বঙ্গবন্ধুর জন্য লিখে ফেললেন গোটা গান! ঢাকায় জমকালো কনসার্ট
এরপর অঙ্কুশ, ঐন্দ্রিলাকে জাপটে ধরে আদর শুরু করেন। আদরের ঠেলায় ঐন্দ্রিলার তখন যায় যায় অবস্থা! গালে চুমু দিতে শুরু করেন অঙ্কুশ। এরপর বিছানায় ফেলে জোর করে হাত পা চেপে ধরে চলে চুমুর পর চুমু। ঐন্দ্রিলার তখন দমবন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। বেশকিছু কার বাধা দেবার চেষ্টা করলেও অঙ্কুশের জোরের কাছে হার মানতে হয় তাকে। অবশেষে অগুনতি চুমু দেওয়ার পর ক্ষান্ত হন অঙ্কুশ।
advertisement
ভিডিও শেষে অঙ্কুশকে হাসিমুখে দেখা গেলেও ঐন্দ্রিলার তখন বিধ্বস্ত। ভিডিও পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, ‘১১ বছর হয়ে গেলে যা হয় আর কি!’ তবে এই ভিডিও যে একাবেরেই মজার চলে বানানো হয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
Location :
First Published :
March 31, 2022 11:02 AM IST