অ্যাসিড আক্রান্ত মেয়ের Tiktok ভিডিও, সোশ্যাল মিডিয়ায় হুল্লোড়

Last Updated:

তাঁর জীবন লড়াইয়ের গল্প এখন তো সবার মুখে মুখে ৷

#মুম্বই: লক্ষ্মী আগরওয়ালের পরিচয় আর নতুন করে দেওয়ার প্রয়োজন রাখে না ৷ তাঁর জীবন লড়াইয়ের গল্প এখন তো সবার মুখে মুখে ৷ তারপর যখন থেকে ঠিক হয়েছিল লক্ষ্মীর জীবনের গল্প ফুটে উঠবে বলিউডের পর্দায় তখন থেকে তো লক্ষ্মী আগরওয়ালকে নিয়ে কৌতুহল একটু বেশি ৷ আর সেই কৌতুহলেই আরও একটু উচ্ছ্বাস ঢেলে দিল মেঘনা গুলজারের নতুন ছবি ‘ছপক’-এর ট্রেলার ৷
হ্যাঁ, পরিচালক মেঘনা গুলজার অ্যাসিড আক্রান্ত এই লক্ষ্মী আগরওয়ালকে নিয়েই তৈরি করে ফেলছেন তাঁর নতুন ছবি ছপক ! আর এই ছবিতেই লক্ষ্মীর চরিত্রে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে ৷ তবে ছবিতে দীপিকার নাম মিতালি৷
ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ছবি নিয়ে গোটা বলিউডে তুমুল আলোড়ন ৷ দীপিকা ও ট্রেলারের প্রশংসায় সবাই পঞ্চমুখ ৷ ঠিক এরই মাঝে বাস্তবের মিতালি ওরফে বাস্তবের লক্ষ্মী এলেন টিকটক ভিডিওতে ৷ টিকটক ভিডিওতে গেয়ে উঠলেন বলিউডের গান ৷ সঙ্গে ছপক নিয়ে উচ্ছ্বাস দেখা গেল লক্ষ্মীর আদব-কায়দায় ৷
advertisement
advertisement
লক্ষ্মীর এই টিকটক ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া আলোড়ন ফেলে দিয়েছে ৷
দেখুন সেই ভিডিও---
বাংলা খবর/ খবর/বিনোদন/
অ্যাসিড আক্রান্ত মেয়ের Tiktok ভিডিও, সোশ্যাল মিডিয়ায় হুল্লোড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement