Abhradip Ghatak: চা-বাগানের কর্মীর স্ত্রীর ক্যানসার লড়াইয়ের দলিল, ছবি বানালেন পদ্মপর্ণা, প্রযোজনায় আর এক ক্যানসার জয়ী

Last Updated:

Abhradip Ghatak: এমন এক তথ্যচিত্র, যার শিকড় গাঁথা রয়েছে ডুয়ার্সের প্রত্যন্ত কারবালা চা বাগানে। চা শ্রমিকের স্ত্রীর মৃত্যুই যেন সবাইকে এক করেছে। উপস্থিত করেছে নন্দনে।

এমন এক তথ্যচিত্র, যার শিকড় গাঁথা রয়েছে ডুয়ার্সের প্রত্যন্ত কারবালা চা বাগানে। চা শ্রমিকের স্ত্রীর মৃত্যুই যেন সবাইকে এক করেছে। উপস্থিত করেছে নন্দনে।
এমন এক তথ্যচিত্র, যার শিকড় গাঁথা রয়েছে ডুয়ার্সের প্রত্যন্ত কারবালা চা বাগানে। চা শ্রমিকের স্ত্রীর মৃত্যুই যেন সবাইকে এক করেছে। উপস্থিত করেছে নন্দনে।
কলকাতা: ‘লিভিং অন আ জেট প্লেন, আ ক্যানসার ওয়ার অ্যান্ড পিস স্টোরি’। গত বৃহস্পতিবার পদ্মপর্ণা মুখোপাধ্যায় পরিচালিত, অভ্রদীপ ঘটক প্রযোজিত ২২ মিনিটের এই ছবি নন্দনে প্রদর্শিত হল। এমন এক তথ্যচিত্র, যার শিকড় গাঁথা রয়েছে ডুয়ার্সের প্রত্যন্ত কারবালা চা বাগানে। চা-বাগানের ফিল্ড সুপারভাইজারের স্ত্রীর মৃত্যুই যেন সবাইকে এক করেছে। উপস্থিত করেছে নন্দনে। সৌমেন দাসের স্ত্রী পম্পির শরীরে হঠাৎ দানা বাঁধে ওভারি ক্যানসার। মাত্র কয়েকমাসের লড়াইয়ের পর হাওড়ায় এক হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
ছেলেবেলার প্রেমিকা, স্ত্রী, একমাত্র ছেলের মা পম্পির হারিয়ে বিষন্ন সৌমেনের মাথায় জেদ চেপে বসে। স্ত্রীকে নিয়ে একটা তথ্যচিত্র বানাতে চান, যেখানে তিনি পম্পির মতো আরও কিছু ক্যানসার যোদ্ধার গল্প বলবেন। যোগাযোগ শুরু করেন অনুরাগ বসু থেকে আমির খান পর্যন্ত। কোথাও কোনও সাড়া মেলে না।
advertisement
advertisement
এর পরই উত্তরবঙ্গের চিত্রপরিচালক অভ্রদীপের খোঁজ পান সৌমেন। যিনি নিজেও জিভের ক্যানসারের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। সৌমেনের স্ত্রীকে নিয়েই ছবির কাজ শুরু হয়। অভ্রদীপ ও পদ্মপর্ণা শুরু করেন ফিল্ম উইদিন দ্য ফিল্ম। কলকাতার বিখ্যাত অঙ্কোলজিস্ট ড: সায়ন পাল, অভিনেতা চন্দন সেন, আরও বেশ কিছু বিখ্যাত ব্যাক্তিত্বের উপস্থিতিতে শুরু হয় এক নতুন ছবি। একজন ক্যানসার জয়ী, অভ্রদীপ এক সচেতনতা মূলক ছবি তৈরির চেষ্টা করলেন ক্যানসারে প্রয়াত এক নারীর উদ্দেশে। আর এই ছবি তৈরির চেষ্টা নিয়েই জন্ম হল ‘লিভিং অন আ জেট প্লেন, আ ক্যানসার ওয়ার অ্যান্ড পিস স্টোরি’।
advertisement
অভ্রদীপের প্রথম পরিচালনা ‘টান’, একটি স্বল্পদৈর্ঘের ছবি যা ২০১৬ সালে ক্যালিফোর্নিয়ায় আইফোন ফিল্ম ফেস্টিভ্যালের জন্য আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছিল। এছাড়াও তাঁর ৭টি স্বল্পদৈর্ঘের ছবির, ২টি পুর্ণদৈর্ঘের ছবি, ২৪টি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে স্ক্রিনিং ও ৯টি আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। অন্যদিকে পদ্মপর্ণা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত চিত্রগ্রাহক, অভ্রদীপের একাধিক কাজে তাঁর সহকারী হিসেবে কাজ করেছেন। এই ছবিতে সহপরিচালক হিসেবে কাজ করেছেন চিত্রগ্রাহক অভিরূপ গঙ্গোপাধ্য়ায়
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhradip Ghatak: চা-বাগানের কর্মীর স্ত্রীর ক্যানসার লড়াইয়ের দলিল, ছবি বানালেন পদ্মপর্ণা, প্রযোজনায় আর এক ক্যানসার জয়ী
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement