Josephine Chaplin: চ্যাপলিন পরিবারে আর এক নক্ষত্র পতন, চলে গেলেন চার্লি-কন্যা অভিনেত্রী জোসেফিন

Last Updated:

Josephine Chaplin: চ্যাপলিন এবং তাঁর চতুর্থ স্ত্রী উনি ওনিল আট সন্তানের জন্ম দিয়েছিলেন। তাঁদের মধ্যে তৃতীয় ছিলেন জোসেফিন। ১৯৫২ সালে বাবা চার্লি চ্যাপলিনের কাছেই তাঁর অভিনয়ের হাতেখড়ি।

প্রয়াত চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন
প্রয়াত চার্লি চ্যাপলিনের কন্যা জোসেফিন চ্যাপলিন
প্যারিস: প্রয়াত চার্লি চ্যাপলিনের কন্যা। মৃত্যুকালে জোসেফিন চ্যাপলিনের বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবারের বিবৃতি অনুযায়ী, গত ১৩ জুলাই প্যারিসে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পিয়ের পাওলো পাসোলিনির ‘দ্য ক্যান্টারবারি টেলস’, রিচার্ড বালদুচ্চির ‘লু দিওর দে ফুভা-র মতো কালজয়ী ছবিতে কাজ করেছেন জোসেফিন।
advertisement
১৯৪৯ সালের ২৮ মার্চ ক্যালিফের সান্টা মনিকাতে জন্ম জোসেফিনের। চ্যাপলিন এবং তাঁর চতুর্থ স্ত্রী উনি ওনিল আট সন্তানের জন্ম দিয়েছিলেন। তাঁদের মধ্যে তৃতীয় ছিলেন জোসেফিন। ১৯৫২ সালে বাবা চার্লি চ্যাপলিনের কাছেই তাঁর অভিনয়ের হাতেখড়ি। চ্যাপলিনের ছবি ‘লাইমলাইট’-এ ছোটবেলায় প্রথম অভিনয় জোসেফিনের। তবে খ্যাতি মেলে ক্রাইম থ্রিলার ‘শ্যাডোম্যান’ ছবিতে অভিনয় করেই।
advertisement
জোসেফিনের তিন সন্তান, চার্লি, আর্থার, জুলিয়েন রনেট। রেখে গেলেন সেই তিন ছেলেকে। এছাড়া জোসেফিনের বাকি আট ভাইবোনের মধ্যে এখনও বেঁচে আছেন বাকি সাতজনই।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Josephine Chaplin: চ্যাপলিন পরিবারে আর এক নক্ষত্র পতন, চলে গেলেন চার্লি-কন্যা অভিনেত্রী জোসেফিন
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement