Josephine Chaplin: চ্যাপলিন পরিবারে আর এক নক্ষত্র পতন, চলে গেলেন চার্লি-কন্যা অভিনেত্রী জোসেফিন
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Josephine Chaplin: চ্যাপলিন এবং তাঁর চতুর্থ স্ত্রী উনি ওনিল আট সন্তানের জন্ম দিয়েছিলেন। তাঁদের মধ্যে তৃতীয় ছিলেন জোসেফিন। ১৯৫২ সালে বাবা চার্লি চ্যাপলিনের কাছেই তাঁর অভিনয়ের হাতেখড়ি।
প্যারিস: প্রয়াত চার্লি চ্যাপলিনের কন্যা। মৃত্যুকালে জোসেফিন চ্যাপলিনের বয়স হয়েছিল ৭৪ বছর। পরিবারের বিবৃতি অনুযায়ী, গত ১৩ জুলাই প্যারিসে শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পিয়ের পাওলো পাসোলিনির ‘দ্য ক্যান্টারবারি টেলস’, রিচার্ড বালদুচ্চির ‘লু দিওর দে ফুভা-র মতো কালজয়ী ছবিতে কাজ করেছেন জোসেফিন।
advertisement
১৯৪৯ সালের ২৮ মার্চ ক্যালিফের সান্টা মনিকাতে জন্ম জোসেফিনের। চ্যাপলিন এবং তাঁর চতুর্থ স্ত্রী উনি ওনিল আট সন্তানের জন্ম দিয়েছিলেন। তাঁদের মধ্যে তৃতীয় ছিলেন জোসেফিন। ১৯৫২ সালে বাবা চার্লি চ্যাপলিনের কাছেই তাঁর অভিনয়ের হাতেখড়ি। চ্যাপলিনের ছবি ‘লাইমলাইট’-এ ছোটবেলায় প্রথম অভিনয় জোসেফিনের। তবে খ্যাতি মেলে ক্রাইম থ্রিলার ‘শ্যাডোম্যান’ ছবিতে অভিনয় করেই।
advertisement
জোসেফিনের তিন সন্তান, চার্লি, আর্থার, জুলিয়েন রনেট। রেখে গেলেন সেই তিন ছেলেকে। এছাড়া জোসেফিনের বাকি আট ভাইবোনের মধ্যে এখনও বেঁচে আছেন বাকি সাতজনই।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 22, 2023 12:15 PM IST