Abhishek Chatterjee Death Anniversary: অভিষেকের মৃত্যুর পর কাটল ১ বছর, প্রয়াণবার্ষিকীতে সমাজকল্যাণমূলক উদ্যোগে শামিল স্ত্রী সংযুক্তা ও কিশোরী কন্যা ডল

Last Updated:

Abhishek Chatterjee Death Anniversary: সংযুক্তা মনে করেন জীবনপথে তিনি একা নন। তাঁর সঙ্গে প্রতি মুহূর্তে আছেন অভিষেক।

ব্যক্তিগত শোকপর্বের এক বছর পাড়ি দিলেন সংযুক্তা চট্টোপাধ্যায়
ব্যক্তিগত শোকপর্বের এক বছর পাড়ি দিলেন সংযুক্তা চট্টোপাধ্যায়
কলকাতা : ব্যক্তিগত শোকপর্বের এক বছর পাড়ি দিলেন সংযুক্তা চট্টোপাধ্যায়। এক বছর আগে তাঁকে ছেড়ে চলে যান জীবনসঙ্গী অভিষেক চট্টোপাধ্যায়। অভিনেতার প্রয়াণ এখনও মেনে নিতে পারেন না তাঁর অনুরাগীরা। তবে সংযুক্তা মনে করেন জীবনপথে তিনি একা নন। তাঁর সঙ্গে প্রতি মুহূর্তে আছেন অভিষেক। তিনি চলে যাওয়ার পর একাই মেয়েকে বড় করছেন সংযুক্তা। সেখানেও তাঁর অনুপ্রেরণা অভিষেকের দেখানো পথ।
আগেও অভিষেকের ফেসবুক পেজের দেখাশোনা করতেন সংযুক্তা। এখনও তিনিই পেজটি সামলান। বরাবরের মতো সক্রিয় রেখেছেন সামাজিক মাধ্যমে অভিষেকের প্রোফাইল। সেখানেই তিনি জানান কীভাবে কিছু দিন আগে পালন করেছেন অভিষেকের মৃত্যুবার্ষিকীতে পারলৌকিক কাজ বা বাৎসরিক৷ সব রীতি নীতি মেনে সংযুক্তা ও তাঁর একমাত্র কন্যা ডল পালন করেন প্রয়াণবার্ষিকীর পারলৌকিক কর্তব্য৷ এখানেই শেষ নয়৷ অভিনেতার প্রয়াণবার্ষিকীতে বৃহস্পতিবার আয়োজিত করা হল রক্তদান শিবির৷ কল্যাণমূলক এই উদ্যোগের শরিক ছিলেন সংযুক্তা ও তাঁর কিশোরী কন্যা৷
advertisement
advertisement
আরও পড়ুন :  তাঁদের 'প্রদীপ দা'-র মৃত্যু মেনে নিতে পারছে না বলিউড, শোকবার্তায় উজাড় স্মৃতি
গত বছর ২৪ মার্চ অনুরাগীদের হতবাক করে দিয়ে না ফেরার দেশে চলে যান অভিষেক৷ তার আগের দিনও অংশ নিয়েছিলেন রিয়েলিটি শো-এ৷ সেখানেই অসুস্থ হয়ে পড়েন৷ পর দিন ভোরে বাড়িতেই মৃত্যু হয় অভিনেতার৷ বয়স হয়েছিল ৫৭ বছর৷ তাঁর দেখানো পথেই মেয়েকে নিয়ে আগামি দিনগুলো কাটাতে চান সহধর্মিনী সংযুক্তা৷ রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সংযুক্তা ধন্যবাদ জানিয়েছেন শুভার্থীদের৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Abhishek Chatterjee Death Anniversary: অভিষেকের মৃত্যুর পর কাটল ১ বছর, প্রয়াণবার্ষিকীতে সমাজকল্যাণমূলক উদ্যোগে শামিল স্ত্রী সংযুক্তা ও কিশোরী কন্যা ডল
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement