যৌন দৃশ্য কিভাবে হবে? ঠিক করে দেবেন ২৬-এর তরুণী আস্থা খান্না, জানুন বিশদে

Last Updated:

দেশের প্রথম Intimacy coordinator হিসেবে কাজ শুরু করেছেন আস্থা খান্না।

#কলকাতা:  সিনেমায় যৌন দৃশ্য শ্যুট করা অনেকটা অ্যাকশন দৃশ্য শ্যুটের মতোই কঠিন কাজ। বলা যেতে পারে যৌন দৃশ্য শ্যুট করতে অনেক বেশি সতর্ক থাকতে হয়। না হলে ঘটে যেতে পারে অঘটন। এমনকি মিটু-র মতো বিষয়ও মাথায় রাখা দরকার। বহু সময়েই শ্যুটিংয়ের সময় অনেকে সুযোগ নেন। আর তা আটকানোর জন্য একটি নতুন পোস্ট তৈরি হয়েছে যার নাম 'ইন্টিমেসি কোঅর্ডিনেটর' (Intimacy coordinator)। হলিউডে এই কাজ অনেক আগে থেকেই হচ্ছে। এবার ভারতীয় সিনেমাতেও এই কাজ করা হচ্ছে। আর প্রথম Intimacy coordinator হিসেবে কাজ শুরু করেছেন আস্থা খান্না।
তাঁর কাজ হল যৌন দৃশ্য শ্যুটের সময় খেয়াল রাখা। সাগর সিনেমাটা প্রায় সকলেই দেখেছেন। সেখানে একটি দৃশ্যে টাওয়াল খসে গিয়েছিল ডিম্পলের গা থেকে। আর তা নিয়ে অস্বস্থিতে পড়েছিলেন ডিম্পল। আস্থা বলেছেন সেই সময় তিনি থাকলে বিষয়টা এমন হতই না। তা কি কাজ করবেন আস্থা? তিনি যৌন দৃশ্যের আগে নায়ক-নায়িকাকে প্রশিক্ষণ দেবেন। বোঝাবেন কি করতে হবে কি না। এবং শ্যুটিংয়ের সময় তাঁর সব সময় নজর থাকবে অভিনেতাদের ওপর। কোনও মহিলার যাতে সম্মান হানি না ঘটে সেদিকে থাকবে কড়া নজর। এবং যদি কোনও দৃশ্য আপত্তিকর হয়। তবে তা কেটে বাদ দেওয়া হবে নাকি রাখা হবে, তা নিয়েও তিনি আলোচনা করবেন নায়ক-নায়িকা ও পরিচালকের সঙ্গে।
advertisement
লকডাউনের পর থেকেই আস্থা ঠিক করেন এই কাজ করবেন। ওয়াকিবহাল মহল মনে করছে, আস্থাদের মতো পেশাদারদের হাত ধরে হয়তো নতুন যুগের সূচনা হতে চলেছে। ভবিষ্যতে আর ঘনিষ্ঠ দৃশ্যে অহেতুক টেনশন আর কুণ্ঠায় ভুগতে হবে না কুশীলবদের। যৌনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আরও সাবালক হওয়ার পথে এগিয়ে যাবে ভারতীয় রুপোলি পর্দার দুনিয়া। কাউকেই আর অস্বস্থিতে পড়তে হবে না। একটা চুমুর দৃশ্য বহুবার শ্যুট করা হয় প্রয়োজনে। আস্থার কাজ হবে সেদিকেও খেয়াল রাখা। যাতে বার বার চুমু খেতে গিয়ে কেউ অস্বস্থিতে না পড়েন। বা আগে থেকেই এমন পরিবেশ তৈরি করা যাতে এই সব দৃশ্য সহজেই শ্যুট করা যায়। মোট কথা দু'জন মানুষের মধ্যে কথোপকথোনের মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়িয়ে তোলাই তাঁর কাজ। ২৬ বছরের এই তরুণী এই মুহূর্তে একাধিক কাজ করছেন। নেটফ্লিক্সের বেশ কিছু প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
যৌন দৃশ্য কিভাবে হবে? ঠিক করে দেবেন ২৬-এর তরুণী আস্থা খান্না, জানুন বিশদে
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement