Aaradhya Bachchan:তাঁকে নিয়ে ভুয়ো,বিভ্রান্তিকর খবর ছড়ানো হচ্ছে! দিল্লি আদালতের দ্বারস্থ ঐশ্বর্য-কন্যা আরাধ্যা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে, দিল্লি হাইকোর্ট একাধিক ইউটিউব চ্যানেলকে আরাধ্যার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়
মুম্বই: জন্মের আগে থেকেই ‘তারকা’ ঐশ্বর্য রাই বচ্চন ও অভিষেক বচ্চনের ১৩ বছরের মেয়ে আরাধ্যা। তিনি কী খাচ্ছেন? কী পরছেন? কোথায় যাচ্ছেন? অমিতাভের নাতনিকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে! কিন্তু এবার তাঁকে নিয়ে মিডিয়ায় ছড়ানো হচ্ছে ভুয়ো ও বিভ্রান্তিকর খবর, এই অভিযোগে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হলেন আরাধ্যা বচ্চন।
অভিযোগ, আরাধ্যা বচ্চনের স্বাস্থ্য সংক্রান্ত নানা মিথ্যে, ভুয়ো ও বিভ্রান্তিকর খবর ছড়িয়ে রয়েছে নেটদুনিয়ায়, বিভিন্ন ওয়েবসাইটে। সেই অভিযোগের প্রেক্ষিতে দিল্লি হাইকোর্ট নোটিশ জারি করেছে। ইতিমধ্যেই গুগল, বলিউড টাইমস-সহ একাধিক অনলাইন প্ল্যাটফর্মকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী ১৭ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।
Delhi High Court issued notice on an application filed by Aaradhya Bachchan, daughter of Abhishek Bachchan and Aishwarya Bachchan, seeking summary judgment in the matter regarding circulation of misleading information about her in media. pic.twitter.com/T8YX7koaqn
— Bar & Bench – Live Threads (@lawbarandbench) February 3, 2025
advertisement
advertisement
এর আগে ২০২৩ সালের এপ্রিল মাসে, দিল্লি হাইকোর্ট একাধিক ইউটিউব চ্যানেলকে আরাধ্যার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত বিভ্রান্তিকর তথ্য ও ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেয়। আদালত জানায়, প্রতিটি শিশু, তা সে তারকা সন্তান হোক কী সাধারণ, প্রত্যেকের অধিকার আছে সম্মান পাওয়ার। যে-কোনও শিশুর স্বাস্থ্য সংক্রান্ত ভুয়ো খবর ছড়ানো অপরাধ। একাধিক ইউটিউব চ্যানেলে প্রকাশিত ২৪টি ভিডিও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2025 9:49 PM IST