Bollywood News: কলকাতার অলিগলিতে প্রেম! মাধবন-ফতিমার 'আপ জ্যায়সা কোই' পিষে দেয় পুরুষতন্ত্রকে, রইল ট্রেলার
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Bollywood News: 'আপ জ্যায়সা কোই'র গল্পের গতিপথ বাঁধা জামশেদপুর এবং কলকাতার মানচিত্রে। প্রেম আর রোম্যান্সের সঙ্গে পাল্লা দিয়ে উঠে আসে চাপা পুরুষতন্ত্র এবং সাম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়।
শ্রীরেণু ত্রিপাঠী। পেশায় সংস্কৃত শিক্ষক। শান্তশিষ্ট, সাদামাঠা, স্মিতভাষী। গতে বাঁধা রুটিনে সাদা-কালো যাপন। যাকে দেখলেও এড়িয়ে যাওয়া যায় সহজেই। ভালবাসা নামক অনুভূতিটি তার জীবনের ফ্যাকাসে ক্যানভাসে নেই বললেই তা অত্যুক্তি হবে না। এ হেন ব্যক্তির চারপাশ বদলে যায় মধু বোসের আগমনে। শ্রীরেণু যা নয়, তার হৃদয়ে বসন্তের বাতাস বয়ে আনা নারীটি ঠিক তা-ই। সে স্বাধীনচেতা। জীবনযাপন করে নিজের শর্তে। এমন দুই বিপরীত মানুষের প্রেম হলে, ঠিক কী ঘটে? সেই উত্তরই দেবে ‘আপ জ্যায়সা কোই’।
বিবেক সোনি পরিচালিত ছবিটির গল্পের গতিপথ বাঁধা জামশেদপুর এবং কলকাতার মানচিত্রে। প্রেম আর রোম্যান্সের সঙ্গে পাল্লা দিয়ে উঠে আসে চাপা পুরুষতন্ত্র এবং সাম্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়। বাঙালির আজন্ম পরিচিত কলকাতার অলিগলি, টানা রিকশা, হাওড়া ব্রিজ অন্য ছবির মতোই আরও একবার বলিউডি চিত্রনাট্যের চরিত্র।
শ্রীরেণু-মধুর প্রেমের পথে দুর্গম হয় তাদেরই চারিত্রিক বৈপরীত্যে। সরলমতি এক শিক্ষকের পরিবারে মধুর মতো স্বাধীনচেতা নারীর প্রবেশ বকলমে নিষিদ্ধ। একবিংশ শতকে দাঁড়িয়েও প্রাপ্তবয়স্ক মহিলার মদ্যপান, রাজনৈতিক আলোচনা তাদের অস্বস্তির উদ্রেক ঘটায়। তাই মধুর চাওয়া-পাওয়া, যাপনেও যেন অনায়াসেই অদৃশ্য লক্ষণরেখা টানতে চায় শ্রীরেণু। ভালবাসার তাগিদে যদিও তা মেনে নেয় না মধু। পাল্টা প্রশ্ন ছুড়ে দেয় সে। তৈরি হয় দূরত্ব।
advertisement
advertisement
আপ জ্যায়সা কোই ১১ জুলাই প্রিমিয়ার হবে নেটফ্লিক্সে। বহু বছর পর ফের প্রেমের ছবিতে দেখা যাবে মাধবনকে। তাঁর বিপরীতে ফতিমা সানা শেখ। প্রথম বার পর্দায় জুটি বাঁধছেন তাঁরা।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2025 4:44 PM IST