Aamir Khan: মদ খেয়ে দাঁড়াতে পারছেন না আমির খান? ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠছেন ভক্তরা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Aamir Khan: পার্টি থেকে বেরনোর সময়ও দেখা যায়, আমির খান প্রায় উল্টে পরে যাচ্ছেন। যেন অতিরিক্ত নেশায় দাঁড়াতে পারছেন না।
কলকাতা: দীর্ঘদিন কোনও ছবি নেই, শেষ ছবিগুলিও ভয়ঙ্কর ভাবে মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। মাঝে শোনা গিয়েছিল নেপালে চলে গিয়ে ধ্যান করছেন আমির খান। দেশে ফিরে এসে যোগ দিয়েছেন নিজের পরবর্তী কাজে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আমির খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, আমির যেন দাঁড়াতে পারছেন না। আর তা দেখেই অনেকের মন্তব্য, মদ্যপ ছিলেন অভিনেতা।
বুধবার রাতে অবিনাশ গোভারিকরের জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন আমির। সেখানে একেবারে নয়া লুক ও অবতারে ঢুকতে দেখা গিয়েছে অভিনেতাকে। ছবি থেকে বহুদিন দূরে থাকায় আচমকা আমিরের ভিডিও দেখে দর্শকেরও কৌতূহল বাড়ে। তবে চুলের স্টাইল ও মুখের ধরনে বোঝা গিয়েছিল ‘মদ্যপ’ রয়েছেন অভিনেতা।
advertisement
advertisement
advertisement
#AamirKhan spotted drunk last night at a party.
Fans claim that the actor is depressed post the massive success of #ShahRukhKhan𓀠 ‘s #Pathaan & #Jawan
On the work front #Aamir is producing the next film of #SunnyDeol after #Gadar2 which will be directed by #RajkumarSantoshi. pic.twitter.com/7LPJUZbmC5— Filmi Duniya (@filmimonthly) October 5, 2023
advertisement
আরও পড়ুন: কাশছেন আর কফ সিরাপ খাচ্ছেন? বুকে বসা জেদি শ্লেষ্মা বের করবে বাসক পাতার রস! অব্যর্থ ওষুধ
পার্টি থেকে বেরনোর সময়ও দেখা যায়, আমির খান প্রায় উল্টে পরে যাচ্ছেন। যেন অতিরিক্ত নেশায় দাঁড়াতে পারছেন না, শরীরের ভারসাম্য হারিয়ে ফেলছেন। তবে কোনও মতে সামলে উঠে বাইরে দাঁড়িয়ে থাকা পাপারাৎজিদের দেখে হাতও নাড়েন আমির। যদিও এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসতেই ভাইরাল হয়ে যায়।
advertisement
কেউ কেউ লেখেন, লাগাতার ফ্লপের চোটে অবসাদে ভুগছেন আমির। আবার অনেকের তীব্র খোঁচা, শাহরুখ খানের পর পর হিট ছবির চাপে নেশা করছেন মিস্টার পারফেকশনিস্ট। শোনা যাচ্ছে, এবার সানি দেওয়ালের সঙ্গে হাত মিলিয়েছেন বলিউডের তারকা অভিনেতা আমির। খবর অনুযায়ী, রাজকুমার সন্তোষীর নতুন ছবি ‘লাহোর ১৯৪৭’-এর প্রযোজনার দায়িত্ব নিয়েছেন আমির খান।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 06, 2023 2:27 PM IST