খালি গলায় রহমানের তৈরি গান, মহিলার কন্ঠে মুগ্ধ হয়ে ভিডিও শেয়ার করলেন রহমান নিজেই

Last Updated:
#ভাইজাক: এমনও হয়। খালি গলায় গান গেয়ে বাজিমাত। রাতারাতি প্রচারের লাইমলাইটে অন্ধ্রের এক অখ্যাত মহিলা। বেবিকে কুর্ণিশ এ আর রহমানের।
নয়ের দশকের ব্লক বাস্টার মুভি হাম সে হ্যায় মুকাবিলার এই গান সংগীত জগতে ঢেউ তুলেছিল। দু’দশক পর এই গানেরই তামিল ভার্সন এক মহিলার কণ্ঠে৷
ইনি বেবি। অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলার এক অখ্যাত গ্রামের বাসিন্দা। তাঁর গলার যে এত দর, তা এতদিন যেন কেউ টেরই পাননি। খালি গলায় ও চেলিয়া গান শুনে তাই তাজ্জব সকলে। প্রাথমিক ঘোর কাটিয়ে পড়শিরাই ছড়িয়ে দিলেন সোশাল মিডিয়ায়।
advertisement
advertisement
মুহূর্তে ভাইরাল। বেবির কণ্ঠ পৌঁছয় ও চেলিয়ার স্রষ্টা মাদ্রাজের মোৎজার্ট এ আর রহমানের কানেও। তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া, অসাধারণ। এরপরই নিজের ফেসবুকে পোস্ট করেন সেই গান। মাত্র বারো ঘণ্টায় ভিউয়ার সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যায়। আর এই গানই বেবিকে পৌঁছে দিয়েছে খ্যাতির শিখরে। গান শুনে মুগ্ধ দক্ষিণী সুরকার কোটিও তাঁকে সুযোগ দিতে চলেছেন।
advertisement
বাংলা খবর/ খবর/বিনোদন/
খালি গলায় রহমানের তৈরি গান, মহিলার কন্ঠে মুগ্ধ হয়ে ভিডিও শেয়ার করলেন রহমান নিজেই
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?
  • উত্তরবঙ্গের কোথাও কোথাও ভারী বৃষ্টি

  • দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

  • মহালয়ার দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement