Kolkata Theatre: সমাজের নানা সমস্যার কথা উঠে আসবে আরও একবার! মঞ্চস্থ হতে চলেছে 'এ ম্যান'
- Reported by:Manash Basak
- Published by:Sanchari Kar
Last Updated:
Kolkata Theatre: রাজনীতি, বিপ্লব ও থিয়েটার- তাদের জীবনে মিলে-মিশে একাকার হয়ে গিয়েছে। অভিনব ভাবনায় এক নাটক। আবার এক পরিবর্তন আসতে চলেছে বাংলা মঞ্চে।
কলকাতা: ১২ই মার্চ, রবিবার, মিনার্ভা থিয়েটারে সন্ধ্যা সাড়ে ছ'টায় দ্বিতীয় শো হতে চলেছে 'এ ম্যান'-এর। এটি একটি সামাজিক মিউজিক্যাল ড্রামা। এই মুহুর্তে মানুষ যখন নিজেদের অস্তিত্ব ভুলে যেতে বসেছে, সবাই বিক্রি হয়ে যাচ্ছে পুঁজিবাদী চিন্তাধারার সামনে, তখনই শান্তনু নাথ অভিনীত বিমান ও অমিত সাহা অভিনীত অজিত খুঁজে পেতে চাইছে সমাজের প্রতি সততার বিশ্বাসকে।
পুঁজিবাদী ভাবধারায় পুঁজিবাদকেই লাথি মারতে চায় এই দুই শহুরে মানুষ। প্রয়োজনে তারা সর্বস্ব খুইয়েও ঘুরে দাঁড়াতে চায়।
advertisement
advertisement
রাজনীতি, বিপ্লব ও থিয়েটার- তাদের জীবনে মিলে-মিশে একাকার হয়ে গিয়েছে। অভিনব ভাবনায় এক নাটক। আবার এক পরিবর্তন আসতে চলেছে বাংলা মঞ্চে। অন্যতম সাহসী কাজ দেখার অপেক্ষায় বাংলা নাটকের দর্শকরা।। বাপ্পা তাঁর সিনেমা ও নাটকের মধ্য দিয়ে আবারও বর্তমান সমাজের গুরুত্বপূর্ণ সমস্যাগুলিকে মেলে ধরতে চাইছেন।
মেইনস্ট্রিম ভাবধারায় বুদ্ধীদিপ্ত উপস্থাপনার অপেক্ষায় দর্শক। 'এ বং পজিটিভ'-এর নতুন প্রযোজনা 'এ ম্যান'-এর সামগ্রিক পরিকল্পনায় বাপ্পা। অভিনয়ে শান্তনু নাথ, অমিত সাহা, অর্পণ বোস এবং আরও অনেকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 01, 2023 6:08 PM IST









