Amit Sana: কলকাতা থেকেই শুরু! তুমুল জনপ্রিয়তা পেয়েও উধাও, হারিয়ে গেলেন ইন্ডিয়ান আইডলের অমিত

Last Updated:
Amit Sana: ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনে অংশগ্রহণ করেছিলেন মধ্য প্রদেশের যুবক। তখন তাঁর বয়স মাত্র ২১।
1/6
অমিত সানাকে মনে আছে? একাধিক রিয়্যালিটি শোয়ের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বিচারক থেকে দর্শক, অমিতের গান মন জয় করেছিল সকলের। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনে অংশগ্রহণ করেছিলেন মধ্য প্রদেশের যুবক। তখন তাঁর বয়স মাত্র ২১।
অমিত সানাকে মনে আছে? একাধিক রিয়্যালিটি শোয়ের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বিচারক থেকে দর্শক, অমিতের গান মন জয় করেছিল সকলের। ইন্ডিয়ান আইডলের প্রথম সিজনে অংশগ্রহণ করেছিলেন মধ্য প্রদেশের যুবক। তখন তাঁর বয়স মাত্র ২১।
advertisement
2/6
মাত্র তিন বছর বয়স থেকেই গান গাইতে শুরু করেছিলেন অমিত। আটে পা দিতেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন তিনি। গানকে কেন্দ্র করেই আবর্তিত হত তাঁর জীবন। ইন্ডিয়ান আইডল-এ নজর কেড়েছিল তাঁর গান। বিচারকদের কাছেও প্রশংসিত হয়েছিলেন তিনি।
মাত্র তিন বছর বয়স থেকেই গান গাইতে শুরু করেছিলেন অমিত। আটে পা দিতেই শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন তিনি। গানকে কেন্দ্র করেই আবর্তিত হত তাঁর জীবন। ইন্ডিয়ান আইডল-এ নজর কেড়েছিল তাঁর গান। বিচারকদের কাছেও প্রশংসিত হয়েছিলেন তিনি।
advertisement
3/6
কলকাতা থেকেই ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দিয়েছিলেন অমিত। সেখান থেকে যাত্রা শুরু করে পৌঁছেছিলেন ফাইনাল রাউন্ড পর্যন্ত। কিন্তু তীরে এসেই তরী ডোবে। চূড়ান্ত পর্বে এসেও বিজয়ীর শিরোপা তাঁর মাথায় ওঠেনি। 'রানার আপ' তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
কলকাতা থেকেই ইন্ডিয়ান আইডলের জন্য অডিশন দিয়েছিলেন অমিত। সেখান থেকে যাত্রা শুরু করে পৌঁছেছিলেন ফাইনাল রাউন্ড পর্যন্ত। কিন্তু তীরে এসেই তরী ডোবে। চূড়ান্ত পর্বে এসেও বিজয়ীর শিরোপা তাঁর মাথায় ওঠেনি। 'রানার আপ' তকমা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
advertisement
4/6
এর পরেও 'জো জিতা উওহি সিকান্দার' নামে আরও একটি রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন অমিত। কিন্তু সেখানেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। বলিউডে একাধিক ছবিতে গান করেছেন অমিত।
এর পরেও 'জো জিতা উওহি সিকান্দার' নামে আরও একটি রিয়্যালিটি শোয়ে অংশগ্রহণ করেন অমিত। কিন্তু সেখানেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি তিনি। বলিউডে একাধিক ছবিতে গান করেছেন অমিত।
advertisement
5/6
'কলিযুগ', 'কুবুল কার লে', 'দিল্লি হাইটস'-এর মতো ছবিতে গান করেছেন অমিত। এ ছাড়াও পঞ্জাবি, তেলুগু, অসমিয়া এবং বাংলা ছবিতেও গান গেয়েছেন অমিত। তবে সেই গানগুলি শ্রোতাদের মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি।
'কলিযুগ', 'কুবুল কার লে', 'দিল্লি হাইটস'-এর মতো ছবিতে গান করেছেন অমিত। এ ছাড়াও পঞ্জাবি, তেলুগু, অসমিয়া এবং বাংলা ছবিতেও গান গেয়েছেন অমিত। তবে সেই গানগুলি শ্রোতাদের মনে বিশেষ ছাপ ফেলতে পারেনি।
advertisement
6/6
এ ছাড়াও একাধিক অ্যালবামে গান করেছেন অমিত। কিন্তু শেষ কয়েক বছরে উল্লেখযোগ্য কোনও কাজ করেননি তিনি।
এ ছাড়াও একাধিক অ্যালবামে গান করেছেন অমিত। কিন্তু শেষ কয়েক বছরে উল্লেখযোগ্য কোনও কাজ করেননি তিনি।
advertisement
advertisement
advertisement