Boy Imitates Krrish : কৃষের মতো ওড়ার শখ, স্কুলের বারান্দা থেকে ঝাঁপ খুদের, হৃতিককে নকল করার মর্মান্তিক পরিণতি!

Last Updated:

Boy Imitates Krrish : শিশুমনে একটি চলচ্চিত্রের প্রভাব কীভাবে পড়তে পারে, তারই মর্মান্তিক এক উদাহরণ মিলল এই ঘটনায়। কোনটা বাস্তব, কোনটা পর্দা, তার মধ্যে পার্থক্য করতে পারে না বাচ্চারা।

কৃষকে নকল করতে গিয়ে হাসপাতালে স্কুল পড়ুয়া
কৃষকে নকল করতে গিয়ে হাসপাতালে স্কুল পড়ুয়া
কানপুর: সমাজে চলচ্চিত্রের প্রভাব অনঃস্বীকার্য। কখনও তা ইতিবাচক, কখনও নেতিবাচক। কখনও কোনও ছবি দেখার পর কেউ সমাজের উন্নতিসাধন করতে উদ্যত হন। কখনও আবার কানপুরের মতো এই মর্মান্তিক ঘটনাও ঘটে যেতে পারে। যেখানে তৃতীয় শ্রেণির, আট বছরের খুদে মৃত্যুমুখী হতে পারে। ‘কৃষ’ দেখে হৃতিক রোশনের স্টান্ট নকল করতে গিয়ে হাসপাতালে ভর্তি এই কিশোর। কী ঘটেছে কানপুরের এনএলসি কলোনির সেই স্কুলে?
মাধ্যাকর্ষণকে তুড়ি মেরে উড়ে উড়ে বেড়াত কৃষ। সেই দৃশ্যগুলি দেখে মুগ্ধ পড়ুয়া সিদ্ধান্ত নেয়, তার স্কুলের বন্ধুদের ওরকম স্টান্ট নকল করে দেখাবে। জল ভরার নাম করে ক্লাস থেকে বেরিয়ে যায় ছাত্র। সঙ্গে ছিল তার বন্ধুরা। দোতলার রেলিং থেকে ঝাঁপ দেয় নীচে। কিন্তু সে যেমনটা ভেবেছিল, তেমন ঘটেনি। হাতে, পায়ে, নাকে গুরুতর চোট পায় ৮ বছরের ছাত্র। সঙ্গে সঙ্গে স্কুল কর্তৃপক্ষ তাকে নিয়ে বেসরকারি হাসপাতালে ছোটে।
advertisement
advertisement
স্কুলের প্রধান শিক্ষক পরবর্তীতে সংবাদমাধ্যমে জানিয়েছেন, অন্য কোনও ছাত্র তাকে জোর করেনি। সে নিজেই সুপারহিরোর স্টান্ট নকল করার সিদ্ধান্ত নেয়। এর আগেও নিজের মায়ের কাছে কৃষের স্টান্ট নকল করার ইচ্ছাপ্রকাশ করেছিল এই ছাত্র।
advertisement
শিশুমনে একটি চলচ্চিত্রের প্রভাব কীভাবে পড়তে পারে, তারই মর্মান্তিক এক উদাহরণ মিলল এই ঘটনায়। কোনটা বাস্তব, কোনটা পর্দা, তার মধ্যে পার্থক্য করতে পারে না বাচ্চারা। আর তারই খেসারত দিতে হল ৮ বছরের খুদেকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Boy Imitates Krrish : কৃষের মতো ওড়ার শখ, স্কুলের বারান্দা থেকে ঝাঁপ খুদের, হৃতিককে নকল করার মর্মান্তিক পরিণতি!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement